Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুখবর নিয়ে এল ষ্টেট ব্যাঙ্ক, ৫০০০ বিনিয়োগ করলেই পেয়ে যাবেন ৫০ হাজার টাকা সুদ – INVESTMENT PLAN

Updated :  Saturday, September 9, 2023 9:00 AM

গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষ করে প্রবীণ গ্রাহকদের কথা মাথায় রেখেই রেকারিং ডিপোজিটের নতুন সুদের স্কিম নিয়ে এলো এসবিআই। এক্ষেত্রে ৫০০০ টাকা বিনিয়োগে মিলবে ৫০ হাজারেরও বেশি সুদ। ৬.৫ থেকে ৭% হারে সুদ পাবেন গ্রাহকরা।

রেকারিং ডিপোজিট:
অল্প বিনিয়োগে বৃহৎ তহবিল তৈরি করা সম্ভব রেকর্ডিং ডিপোজিটের সূত্র ধরে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একবছর থেকে শুরু করে দশবছর পর্যন্ত আরডি অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৬.৫-৭ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ গ্রাহকরা ৭-৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। উল্লেখ্য চলতি বছরের ১৫’ই ফেব্রুয়ারি থেকে এই সুদের পরিমাণ গ্রাহ্য হয়েছে আরডি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে।

প্রবীণ ও সাধারণ গ্রাহকদের জন্য সুদের হারের তালিকা-
১) একবছর থেকে দু’বছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৮%, প্রবীণদের ৭.৩%।
২) দুই থেকে তিনবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৭%, প্রবীণদের ৭.৫%।
৩) তিন থেকে পাঁচবছরের সময়কালে সুদের পরিমাণ – সাধারণের ৬.৫% , প্রবীণদের ৭%।
৪) পাঁচ থেকে দশবছরের সময়কালে সুদের পরিমাণ- সাধারণের ৬.৫%, প্রবীণদের ৭.৫%।

এক্ষেত্রে যদি কোন ব্যক্তি পাঁচবছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলেন আর তাতে যদি প্রতিমাসে পাঁচহাজার টাকা করেই জমা করতে থাকেন তাহলে, মেয়াদ শেষে ৩ লাখ ৫৪ হাজার ৯৫৭ টাকা পাবেন। এক্ষেত্রে ৩ লাখ ঐ ব্যক্তির বিনিয়োগ হবে এবং বাকি ৫৪,৯৫৭ টাকা সুদ মারফত মিলবে। এক্ষেত্রে সুদের পরিমাণ থাকবে ৬.৫%।