লক্ষ লক্ষ SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা, এবার কড়া সিদ্ধান্ত নিল ব্যাংক, জানুন এক্ষুনি

দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবারে গ্রাহকের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছে। শনিবার থেকে তারা MCLR বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্টেট ব্যাংকের হোম…

Avatar

দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবারে গ্রাহকের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছে। শনিবার থেকে তারা MCLR বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্টেট ব্যাংকের হোম লোন এবং গাড়ির লোন অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আপনার বাড়ি এবং গাড়ির লোন এর উপরে ইএমআই বৃদ্ধি পাবে এই সিদ্ধান্তের ফলে। দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১৫ জুলাই থেকে MCLR ৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে, যার ফলে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক।

এসবিআই এর ওয়েবসাইট অনুসারে, MCLR ভিত্তিক একাধিক রেট এখন ৮ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে। MCLR হলো মৌলিক নূন্যতম হার যেখানে একটি ব্যাংক গ্রাহকদের ঋণ প্রদান করে। এর আগে যদিও ১৫ মার্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট BPLR ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট ৬.৫০ শতাংশ রাখার এক মাস পরে এসবিআই এই বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যদিও এর আগেও BPLR এবং MCLR বৃদ্ধি করেছিল এই ব্যাংক। তবে রাতারাতি এভাবে MCLR বৃদ্ধি করা অনেকের ক্ষেত্রেই সমস্যার হয়ে পড়বে। এক মাস এবং তিন মাসের মেয়াদে এই MCLR ৮.১০ থেকে ৮.১৫ শতাংশ অবধি বৃদ্ধি করা হয়েছে।

About Author