Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Card: এই তারিখের পরেই বাতিল হয়ে যাবে আধার কার্ড, বড় আপডেট এল কেন্দ্রের তরফে

Updated :  Sunday, May 26, 2024 9:16 AM

আধার কার্ডের (Aadhaar Card) গুরুত্ব কতটা সেটা সকলেই জানেন। যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই আধার কার্ড অত্যন্ত জরুরি একটি নথি, যা যেকোনো সরকারি কাজে প্রয়োজন পড়ে। আর্থিক লেনদেন সংক্রান্ত কাজেও দরকার হয় এই নথির। তাই আধার কার্ডে সব তথ্য নির্ভুল থাকা খুব জরুরি। তাই আধার কার্ড সংক্রান্ত সমস্ত জরুরি কাজ সেরে রাখাই বুদ্ধিমানের কাজ। কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী, প্রত্যেক দশ বছরে আধার কার্ড আপডেট করা জরুরি। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ড আপডেট না করালে কী সমস্যা হতে পারে?

কেন্দ্রের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। তারপর কি নিস্ক্রিয় হয়ে যাবে আধার কার্ড? বিগত ১০ বছরে যদি একবারও আধার কার্ড আপডেট না করা হয়ে থাকে তবে কি সত্যিই নিষ্ক্রিয় হয়ে যাবে তা? এই ধরণের প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এ আশঙ্কা একেবারেই ভুল।

আসলে এর আগে আধারের তথ্য আপডেট করার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল ১৪ মার্চ। পরে তা বাড়িয়ে করা হয় ১৪ জুন। আর এরপরেই গুজব ছড়িয়ে পড়ে যে, ১৪ জুনের পর থেকে আধার কার্ড গুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এ তথ্য ভুল। অনলাইনে আধার নম্বর আপডেট করলে তা বিনামূল্যেই করা যাবে। কিন্তু আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে হলে দিতে হবে মূল্য।

অনলাইনে আধার কার্ড আপডেট করাতে প্রথমেই uidai.gov.in এ গিয়ে লগইন করতে হবে। এরপর আধার নম্বর লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আপডেট আধার অনলাইন। এরপর প্রসিড টু আপডেট আধার এ ক্লিক করে প্রয়োজন মতো তথ্য পরিবর্তন করা যাবে।