শীত বিদায় নিচ্ছে এমনটা ভাবা হলেও এমনটা আসলে ঘটছে না। এই মরশুমে শীত আবার ফিরবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলও শীতপ্রেমীদের আশাহত হবার কারণ নেই। সোমবার উত্তরের হাওয়া প্রভাব সকাল থেকেই দেখা যাচ্ছে। এই উত্তুরে হাওয়া দিনে দিনে আরো তীব্র হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণা বাতাস বায়ুমণ্ডলের ঢুকে গেছিল যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল।
রবিবার হালকা বৃষ্টি হওয়ার পরেই উত্তুরে হাওয়া আবার ঢুকে পড়েছে। সোমবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা হলেও বেলার দিকে স্বচ্ছ আকাশের দেখা মিলবে।
আরও পড়ুন : বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বড়সড় রদবদল, আত্মপ্রকাশ এই বিজেপি নেতার
মঙ্গলবার কলকাতায় ১১ থেকে ১২ ডিগ্রি নামতে পারে। তবে বুধবার আবার তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার শীত আবার জোরদার হবে, কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রি হতে পারে।