২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট দিল আরবিআই, জানুন এবার ২০০০ টাকার নোট নিয়ে কি করতে পারবেন আপনি
আপনার কাছে যদি এখনো ২০০০ টাকার নোট থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেশের ১৯ টি শহরে গিয়ে এই নোট বদলাতে পারবেন
বিমুদ্রাকরণের সময় মানুষের হাতে দু হাজার টাকার নোট আসার পরে এখন সেটা একেবারে অতীতের স্মৃতি হয়ে উঠতে চলেছে। সরকার সেগুলোকে ব্যবহারের বাইরে নিয়ে চলে গেছে এবং ইতিমধ্যেই ভারতের বাজার থেকে ২০০০ টাকার নোট উঠে গেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল ২০০০ টাকার নোট পরিবর্তন করার জন্য। কিন্তু আপনি যদি নোট পরিবর্তন না করে থাকেন তাহলে এখনো কয়েকটি শহরে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনার ২০০০ টাকার নোট। তবে দেশের ১৯ টি শহরে এই ব্যবস্থা আপনি পাবেন। সব জায়গায় কিন্তু এই ব্যবস্থা এখনো আপনি পাবেন না।
আপনি যদি এই ১৯ টি শহরে আরবিআই-র আঞ্চলিক অফিসে যান তাহলে সেখানে আপনি ২০০০ টাকা নোট পরিবর্তন করতে পারবেন। এখন আপনি একবারে ২০০০ টাকার মাত্র ১০ টি নোট অর্থাৎ ২০ হাজার টাকা বিনিময় করতে পারবেন একসাথে। আপনি যদি ব্যক্তিগতভাবে যেতে না পারেন তাহলে আপনি ভারতীয় পোস্টের মাধ্যমে আপনার নোটগুলি আরবিআই এর আঞ্চলিক অফিসে পাঠাতে পারেন। এর সাথেই আপনাকে আপনার ব্যাংকের বিবরণ পাঠাতে হবে যাতে নোটের পরিমাণ আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
দেশের ১৯ টি শহরে এই মুহূর্তে এই নোট আপনি পরিবর্তন করতে পারছেন। এই তালিকায় রয়েছে আমেদাবাদ, ব্যাঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, নতুন দিল্লী, পাটনা এবং তিরুবনন্তপুরম।