Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bigg Boss 14 : নেপটিজিমের শিকার, উইক্লেন্ড জমাতে মাঠে নেমে পড়েছেন সলমান খান

Updated :  Wednesday, September 30, 2020 9:12 AM

“Ab paltega scene, kyunki Bigg Boss dega 2020 ko Jawaab” এটাই, ঠিক এটাই সালমান খান বারবার বলেন যতবার টিভির পর্দায় এই রিয়্যালিটি শোয়ের টিজারটি আসে। এবারে পাকাপাকি ভাবে বিগবস ১৪ র ( Bigg Boss 14) সুপার হ্যান্ডসাম হোস্টের মুখ থেকে এই কথা শোনা যাবে ৩ অক্টোবর রাত ৯ টায় হিন্দি কালারস ( colors) এ। আজ্ঞে হ্যাঁ, ওইদিন হবে গ্র্যান্ড প্রিমিয়ার। থাকবেন একগুচ্ছ হিন্দি টেলি অভিনেতা ও অভিনেত্রী।

কিন্তু গুঞ্জন আসে বিগ বস ১৪-র সিজনে নাকি এবার থেকে ৩০ মিনিট করে দেখানো হবে প্রত্যেক এপিসোড। তবে কি সালমান খানের জমপ্রিয়তা কমার আশঙ্কা থেকেই সলমনের শো ১ ঘণ্টার পরিবর্তে ৩০ মিনিট করে সম্প্রচার করা হবে? না একদমই তা নয়। বিগবস ১৪ র প্রযোজনা সংস্থা থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই সিজনের প্রত্যেক এপিসোডের সম্প্রচারই ১ ঘণ্টা করে হবে। সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত সাড়ে দশটায় সম্প্রচার করা হবে ওই শো। শনি এবং রবিবার রাত ৯টা থেকে শুরু হবে বিগ বস। সূত্রের খবর, এবারে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে বিগ বিস ১৪-র সেট তৈরি করা হয়েছে।

হাতে মাত্র আর কয়েকটা দিন, উইক্লেন্ড জমাতে মাঠে নেমে পড়েছেন ভাইজান। চমকের পর চমক থাকবে এই সিজনের গ্র্যান্ড ফিনালে। তবে সব মিলিয়ে সুশান্তের ভক্তদের এক বড় পরাজয় হল। নেপোটিজ, নিয়ে যেই ঝড় উঠেছিলো সেই ঝড় যেন আচমকাই থেমে গেল।