Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেকারত্বের শীর্ষে বিহার, রাজ্যে কমেছে বেকারের সংখ্যা

Updated :  Monday, February 1, 2021 12:30 PM

সম্প্রতি দেশের অর্থনৈতিক অবস্থা (Economy System) ও কাঠামো নিয়ে বিশদ সমীক্ষা (Research) প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে বর্তমানে দেশের পাঁচটি রাজ্যে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। বেকারত্বের হারের দিক দিয়ে, শীর্ষ পাঁচ রাজ্যের মধ্যে বিহার (Bihar) প্রথম স্থানে রয়েছে। বিহার (৯.৮%), হরিয়ানা (Hariana)(৯.৩%), কেরল (Kerala) (৯%), এবং উত্তরাখণ্ড (Uttarahand) (৮.৯%) এবং পাঞ্জাব (Punjab) (৭.৪)। পশ্চিমবঙ্গ (Westbengal) এই তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে এবং আর কয়েকটি রাজ্য।

তবে এই বেকারত্ব বৃদ্ধি হওয়া রাজ্যে জল, আবাসন, স্যানিটেশন, বিদ্যুৎ, রান্নার জ্বালানি ইত্যাদি উন্নয়নমূলক বিষয়গুলি বাকি রাজ্যের থেকে অনেকটাই ভাল। তবে অনেকেই অবাক হয়েছেন বেকারত্বের তালিকায় পাঞ্জাবের নাম তোলায়।

কারণ, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাব সরকার রাজ্যের ‘ঘরে ঘরে চাকরি’ প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে একটি করে চাকরীর প্রতিশ্রুতি দিয়েছিল। লক্ষ লক্ষ যুবক চাকরি পাওয়ার জন্য এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্তও করেছে।