Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bipasha-Karan’s Baby Girl: ৪২ বছর বয়সে মা হলেন বিপাসা বসু, ঘর আলো করে এলো লক্ষ্মী

Updated :  Saturday, November 12, 2022 6:53 PM

বলিউডে এখন খুশির খবরের ছড়াছড়ি। আলিয়া ভাটের পর এবার মা হলেন বিপাশা বসুও। জানা গেছে, তিনিও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, শনিবারই বিপাশা বসুর কোল আলো করে এসেছে তার কন্যা সন্তান। আপাতত সেই খবরেই সরগরম গোটা মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিপাশা ও কারাণ নিজেদের কন্যা সন্তান আসার কথা জানিয়েছেন সকলকে। এখন খুশির আমেজ বসু ও গ্রোভার পরিবারে।

আগস্ট মাসেই নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে মা হওয়ার কথা জানিয়েছিলেন বিপাশা-কারাণ। তখনই তারকামহল থেকে সাধারণমহল সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতিকে। এই মুহূর্তে আবারো শুভেচ্ছাবার্তায় ভাসছে গোটা সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই নিজেদের কন্যা সন্তানের নাম ঠিক করে ফেলেছেন এই তারকা দম্পতি। তারা তার নাম রেখেছেন দেবী বসু সিং গ্রোভার। এই মুহূর্তে নিজেদের কোলের লক্ষ্মীকে নিয়েই মেতে রয়েছেন তারা।

আগস্ট মাস থেকেই অভিনেত্রী বিভিন্ন সময়ে নিজের বেবি বাম্পের একাধিক ঝলক শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতাতেই। পাশাপাশি বেবি বাম্প নিয়েই করেছেন একাধিক সাহসী ফটোশুট। কয়েকদিন আগেই বিপাশা ও কারাণ একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছিলেন, যেখানে লেখা ছিল তাদের সন্তান খুব শীঘ্রই আসছে। সেই ভিডিওতেও কম শুভেচ্ছাবার্তা পাননি তারা, সেই ঝলক মিলবে কমেন্টবক্সেই। তবে এখনই নিজেদের সন্তানকে লাইম লাইটে আনতে নারাজ তারা। তাকে দেখার জন্য আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে এই তারকা দম্পতির অগণিত ভক্তমহলকে, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। আপাতত নিজের দেবীকে নিয়েই মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি।