Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

না আধার কার্ড না ভোটার কার্ড, এবার ভারতের সব কাজে দিতে হবে এই ডকুমেন্ট, জেনে রাখুন সবটা বিস্তারিত – BIRTH CERTIFICATE

Updated :  Sunday, September 17, 2023 7:08 PM

আজকাল দেশে যে কোন কাজ করতে হলে আপনার কিছু না কিছু নথিপত্রের প্রয়োজন হবে। একদিকে ভারতের আধার কার্ড ভোটার কার্ডের মত প্রমাণপত্র বেশ প্রয়োজনীয় নথিপত্র হিসেবে বিবেচিত হয়। কিন্তু এবার থেকে জন্ম নিবন্ধনকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই এই সম্পর্কে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন নিয়ে আসা হয়েছে। ১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। এরপরে স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে ভোটার আইডি কার্ডে নাম যোগ করা পর্যন্ত সমস্ত কাজে আপনাকে জন্ম-সংসাপত্র দেখাতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে একটি ঘোষণা জারি করেছে। বাদল অধিবেশনের সময়ে গত মাসে এই নিবন্ধন বিল পাস করা হয়েছিল। ২০২৩ সালের এই বিলে জানানো হয়েছে এবার থেকে বার্থ সার্টিফিকেটকে একইভাবে গুরুত্ব দেওয়া হবে। ১৯৬৯ সালের আইন সংশোধনের দাবি জানানো হয় এই বিল পাশ করার মাধ্যমে। ধনী ভোটে এই বিলটি পাস হয়ে যায় লোকসভায় এবং রাজ্য সভায়। এরপর থেকেই ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে জানিয়েছে সরকার।

এই নতুন আইন অনুসারে ভারতের রেজিস্টার জেনারেল একটি জন্ম মৃত্যুর ডেটাবেস বজায় রাখতে পারবেন। কর্মকর্তারা জন্ম এবং মৃত্যুর জাতীয় ডেটাবেসে এই তথ্য শেয়ার করতে পারবেন। রাজ্যস্তরে মুখ্য নিবন্ধক একটি অভিন্ন ডেটাবেস তৈরি করবেন। এতে করে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন।