Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উপনির্বাচনেও মোদিরাজ্যে গেরুয়া ঝড় অব্যাহত

গান্ধীনগর: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, তখন মধ্যপ্রদেশ, কর্নাটক এবং গুজরাটে উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। বিহারের চূড়ান্ত ফল ঘোষণা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। কিন্তু শেষ…

Avatar

গান্ধীনগর: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, তখন মধ্যপ্রদেশ, কর্নাটক এবং গুজরাটে উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। বিহারের চূড়ান্ত ফল ঘোষণা হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। কিন্তু শেষ খবর পর্যন্ত গুজরাটের আটটি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে বিজেপি। মোদি রাজ্যে কার্যত কংগ্রেসের ঝুলি শূন্য।

মোদিরাজ্যে গেরুয়া ঝড় একইভাবে অব্যাহত। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বিজেপি। সেখানে কংগ্রেসের ঝুলি নিশ্চিহ্ন হয়ে উঠতে আর বেশি দেরি নেই। একটিও আসনে জয়লাভ করতে পারেনি রাহুল গান্ধীর দল। গত ৩ নভেম্বর গুজরাটের আটটি আসনে উপনির্বাচন হয়েছিল। এ বছর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পি জাদেজা। তিনি ৩৬,৭৭৮ ভোটে কংগ্রেস প্রার্থী শান্তিলাল সেঙ্ঘানিকে হারিয়ে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ভোটের ফল ঘোষণা হওয়া কিছুক্ষণের মধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, ‘পুরোসভা এবং ২০২২-এর বিধানসভা নির্বাচনের আগে গুজরাটে এটা শুধুই একটা ট্রেলার। সারা দেশে বিজেপির জয়জয়কার। সেটাই এই ফলের প্রমাণ।’ ভোট গণনায় বিজেপির জয় প্রায় নিশ্চিত হতেই জেলায় জেলায় বিজেপির অফিসগুলোয় উচ্ছ্বাস শুরু হয়ে যায়। সব মিলিয়ে বিহারে এখনও চূড়ান্ত ফল ঘোষণা না হলেও গুজরাটে গেরুয়া ঝড় উঠেছে, এমনটা বলাই যায়।

About Author