নিউজরাজ্য

১০৫ জনের নয়া রাজ্য কমিটি ঘোষণা করল বিজেপি, নাম নেই শোভন সঙ্গী বৈশাখীর

Advertisement

কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই কোমর বেঁধে নামতে প্রস্তুত বিজেপি। হাতে মাত্র কয়েক মাস বাকি। তারপরেই নতুন বছর এবং তারপর বিধানসভা নির্বাচন। তাই কোনওরকম ফাঁক রাখতে চায় না রাজ্য বিজেপি। এখন থেকেই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোতে চায় গেরুয়া শিবির। তাই ১০৫ জনের রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে সেখানে ২৫ শতাংশ নতুন মুখ হলেও জায়গা পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অবশ্য জায়গা মিলেছে শোভন চট্টোপাধ্যায়ের। তবে কেন রাজ্য কমিটির তালিকায় নেওয়া হল না বৈশাখীকে, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে।

রাজ্য কমিটির পাশাপাশি একটি বিশেষ পশ্চিমবঙ্গ আমন্ত্রণিত কমিটিও গঠন করা হয়েছে। রাজ্য কমিটির মত সেই কমিটিতেও অনেক নতুন মুখ রয়েছে। তবে রাজ্য কমিটির নতুন মুখের মধ্যে মহিলা নতুন মুখের সংখ্যা বেশি। সেখানে জায়গা পেয়েছেন জ্যোতির্ময়ী সিকদার, অর্চনা মজুমদার, দেবজানি সেনগুপ্ত, প্রফেসর বিথীকা মন্ডল, বিশ্বভারতীর প্রফেসর পুষ্পিতা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ মধুছন্দা কর সহ আরও অনেকে। তবে সকলে থাকলেও কেন শোভন সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নেই এই প্রশ্নই এখন রাজ্যের রাজনৈতিক অন্দরে কান পাতলেই শোনা যাবে। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এমনকি শোভন চট্টোপাধ্যায়কে এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি শুধু বলেন, দল তাঁর ওপর ভরসা করে তাঁকে রাজ্য কমিটিতে রেখেছে, এতে তিনি খুশি। কিন্তু বৈশাখী প্রসঙ্গ এলেই এড়িয়ে যান শোভন। এমনকি খোদ বৈশাখীর তরফ থেকেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কি শোভন-বৈশাখী ইস্যুতে গেরুয়া শিবিরের অন্দরে কোনও মতান্তর তৈরি হয়েছে? এই জল্পনাই এখন চলছে রাজনৈতিক মহলে।

Related Articles

Back to top button