প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমন রাহুল গান্ধীর, পাল্টা দিল বিজেপিও

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জনগণের মধ্যে মিথ্যে রটানোর অভিযোগ আনলেন। এই সপ্তাহের শুরুর দিকে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর তার বক্তব্যে বলেছিলেন যে, বিরোধীরা ভারতে ডিটেনশন ক্যাম্পের বিষয়ে মিথ্যে প্রচার করে ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী বলেন, “আরএসএসের প্রধানমন্ত্রী ভারত মাকে মিথ্যা বলছেন।” তিনি সোশ্যাল মিডিয়ায় অসমের মাটিয়ার ডিটেনশন ক্যাম্পের সেই ভিডিও পোস্ট করেন।

তার এই টুইটের খুব শীঘ্রই পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির তরফ থেকে। গেরুয়া পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করেন, ‘যেহেতু রাহুল গান্ধী প্রায়শই বিদেশ ভ্রমণ করেন, তাই তাকে বৈধ ভিসার অনুমতি ছাড়াই বিদেশ যেতে অনুরোধ করছি। সেখানে গিয়ে নির্বাসিত হয়ে কিভাবে মানুষকে ‘ডিটেনশন সেন্টারে’ রাখা হয় তা নিজে থেকেই জন্য অভিজ্ঞতা অর্জন করুন। তারপরে তিনি নিজেই বুঝবেন যে কিভাবে কোনো দেশ অবৈধ অভিবাসীদের পরিচালনা করে।’

আরও পড়ুন : ‘প্রিয়াঙ্কা ও রাহুল জীবন্ত পেট্রোল বোমা, ওরা যেখানেই যান আগুন জ্বালান’ আক্রমণ হরিয়ানার মন্ত্রী ভিজের

প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে বলেন, কংগ্রেস মিথ্যা প্রচার করছে যে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে।’ ‘কংগ্রেস এই মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি সরকার সমস্ত মুসলমানকে ডিটেনশন সেন্টারে প্রেরণ করতে চায়। এটা মিথ্যা। এই আটক কেন্দ্রগুলি কোথায় নির্মিত হয়েছে? আমি তাদের জিজ্ঞাসা করতে চাই’, মোদী বলেছিলেন। আজ রাহুল গান্ধী সেই পরিপ্রেক্ষিতেই অসমের এই ভিডিও টুইটারে পোস্ট করেন।