Today Trending Newsকলকাতানিউজ

সবকা সাথ, সবকা বিকাশ করছেন না, সবকা সাথ, সবকা সর্বনাশ করছেন অমিত শাহ, দাবি মুখ্যমন্ত্রীর

Advertisement

বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার বিষয়ে শাসকদল বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন যে, গেরুয়া দল ভারতে বিপর্যয় ডেকে আনার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা। তা না করে দেশের মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি করছেন তিনি।’ এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর।

এদিন তিনি বলেন, ‘আপনি শুধু বিজেপি নেতা নন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখুন।’ অমিত শাহ দেশের মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনি সবকা সাথ সবকা বিকাশ করছেন না। আপনি সবকা সাথ সর্বনাশ করছেন।’ এরপরই তিনি এনআরসি ও সিএএ তুলে নিতে চ্যালেঞ্জ জানান কেন্দ্রকে।

আরও পড়ুন : ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধও হতে পারে, নাগরিকত্ব বিল নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে হুঁশিয়ারি ইমরান খানের

তিনি বলেন, ‘এনআরসি ও সিএএ তুলে নিন, নাহলে আমিও দেখছি আপনারা কীভাবে এখানে তা প্রয়োগ করেন।’ তিনি আরও যোগ করেন, ‘স্ব‍রাষ্ট্রমন্ত্রীর উচিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে যে আগুন জ্বলছে তা নেভানোর বন্দোবস্ত করা।’

Related Articles

Back to top button