মনোনয়নপত্র জমা করার মুহূর্তে গলসিতে প্রার্থী বদল বিজেপির, জল্পনা তুঙ্গে
শেষ মুহূর্তে বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদিকে পরিবর্তন করা হয়েছে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলায়। প্রথম দফা নির্বাচনে মোট ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোট যুদ্ধ হয়েছে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবার। তবে এখনো বঙ্গ রাজনীতিতে প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে বিজেপি শিবিরে। শেষের দফার নির্বাচনের প্রার্থীদের এখন মনোনয়নপত্র জমা দেয়ার সময় হয়েছে। অনেক জায়গাতেই আঞ্চলিক কর্মীরা তাদের বিজেপি প্রার্থী কে মেনে নিতে অস্বীকার করছে। এই ঘটনার জেরে জেলায় জেলায় বিক্ষোভ ও মারপিটের খবর সামনে এসেছে। তবে এরইমধ্যে একটি আশ্চর্যকর ঘটনা খবরের শিরোনামে উঠে আসছে।
আজ অর্থাৎ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তে বাতিল করা হল বর্ধমানের গলসির বিজেপি প্রার্থীর নাম। সে গেরুয়া রঙে রঞ্জিত হয় মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলে শেষ মুহূর্তে জানতে পারেন যে তার নাম প্রার্থী তালিকা থেকে বাদ গেছে। উঠে এসেছে বিকাশ বিশ্বাস নামক এক নতুন প্রার্থীর নাম। নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল বর্ধমানের গলসিতে নির্বাচন হবে। আর তার জন্যই আজকে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন পূর্বনির্ধারিত বিজেপি প্রার্থী তপন বাগদি। কিন্তু শেষ মুহূর্তে তার নাম বদল হয়ে যাওয়ায় রীতিমতো চমকে গেছেন তিনিও। এমনকি নতুন প্রার্থী বিকাশ বিশ্বাসের কাছেও ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক।
ঘটনার প্রেক্ষিতে তপন বাগদি জানিয়েছেন, “আমাকে দিন তিনেক আগে পার্টি অফিসে ডেকে প্রচার করতে বারণ করেছিল। কিন্তু আমার পদপ্রার্থী বাতিল হবে সেই নিয়ে কিছু বলেনি। আজকের মনোনয়নপত্র জমা দিতে এসে আমি এটা শুনেছি। আমি বুঝতে পারছিনা এরকম কেন হলো। তবে আমাকে আবার কথা বলে দেখতে হবে।” অন্যদিকে নতুন প্রার্থী বিকাশবাবু জানিয়েছেন, “আমি আজ জানতে পেরেছি যে গলসি থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে। আগে আমি কিছু জানতাম না। এমনকি কিছুদিন আগে আমি তপনদার হয়ে প্রচার করেছি। আজ তপনদার সাথে দেখা করবে এবং বুঝব সব। তারপর তাকে সঙ্গে নিয়ে প্রচারে বেরোবো।”