‘পরাজয়ে নিরাশ হয় না বিজেপি’, দিল্লিতে বিজেপি অফিসের বাইরে হোর্ডিং
৮ তারিখ দিল্লি নির্বাচনের ফলাফল আজ, বিজেপিকে পিছনে ফেলে এগিয়া আছে আপ। দিল্লি বিধানসভা ভোটের গণনায় আবার যে ক্ষমতায় আসতে চলেছে আপ, এই ধারণা স্পষ্ট হওয়ার পর দিল্লিতে বিজেপি অফিসের বাইরের একটি হোর্ডিং কে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। এই হোর্ডিং লেখা বক্তব্যের মর্মার্থ , জয়ে যেমন অহংকারী হয় না বিজেপি, পরাজয়ে তেমনি তারা নিরাশ হয় না। বিজেপির এই হোর্ডিংয়ের ছবি চারিদিকে ছড়িয়ে পড়ার অনেকেই ভাবছেন এত সহজে হার স্বীকার করার
মতো তো নয় বিজেপি, তাহলে কি তারা আগে থেকেই দেওয়াল লিখন পড়ে হোর্ডিং ছাপিয়ে রেখেছিল। দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপির অমিত শাহ, এবং নরেন্দ্রমোদির উভয়ের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক লড়াই চলেছে, তীব্র ক্ষমতা দিয়ে ২ দলই চেষ্টা চালিয়ে গেছে নির্বাচনে ক্ষমতা পাওয়ার আশায়। আপ বুথফেরত মানুষের যে সমীক্ষা করা হয়েছিল তাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু বিজেপি তাতে গুরুত্ব না দিয়ে বলেছিল আপ এর নৈতিক পরাজয় ঘটবে, ফলাফলের দিন বাজিমাত করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি।
আরও পড়ুন : ‘বিজেপিকে ছুঁড়ে ফেলেছে মানুষ’, কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে মন্তব্য মমতার
ভোটগণনার সকালে দেখা যায়, একক সংখ্যাগরিষ্ঠতার দিকে অনেক এগিয়ে আছে আপ। বিজেপি ২০টির মতো আসনে এগিয়ে থাকলেও আপকে টক্কর দেওয়ার থেকে বহু দূরে । এই ফলাফলে নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। দিল্লির ক্ষমতায় রাজ করার লক্ষ্যে পিছিয়ে গেল বিজেপি, মানুষের সমর্থন কেজরিওয়ালকে।