Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিজেপি সরকারও মমতাকে ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে মানেন না, হুমকির সুরে বললেন রাহুল সিনহা

Updated :  Wednesday, December 25, 2019 10:47 AM

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সংসদে এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি। তার বক্তব্যকে সঠিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব আইন এর সমর্থনে মঙ্গলবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় অভিনন্দন যাত্রা। মিছিলটি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকা থেকে শুরু হয় এবং শেষ হয় দার্জিলিং মোড়ে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু ও আরো অনেক বিজেপি সাংসদ উপস্থিত ছিলেন এই মিছিলে।

আশানুরূপ লোক সংখ্যা ছিল এই মিছিলে। দলের নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হুমকির সুরে বলেছেন, মুখ্যমন্ত্রী সিএএ যেমন মানেন না তেমনি বিজেপি সরকারও মুখ্যমন্ত্রীকে মানেন না। বাংলাদেশীদের জন্য সোচ্চার হওয়ায় দেশ ছাড়তে হবে স্বয়ং মুখ্যমন্ত্রী কেই।

আরও পড়ুন : NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিশেষ’ অনুরোধ অমিত শাহের

মিছিল শেষ হলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কে বলেন – এই আইন কারোর কোন ক্ষতি করবে না বরং সকলের জন্য ভালো হবে। সকলকে ভুল বুঝিয়ে ভয় দেখানো হচ্ছে কিন্তু তিনি আশ্বাস দেন ভয়ের কোন কারণ নেই।

এর পূর্বে সোমবার কলকাতায় জে পি নাড্ডার নেতৃত্বে অনুষ্ঠিত হাওয়া মিছিলে জে পি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিদ্রুপ করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দেশের বিরুদ্ধে কথা বলেন। তারা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে মানুষকে ভুল বোঝাচ্ছেন।