অরূপ মাহাত: বাংলার তিন জেলার তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল আজ। উপনির্বাচনেও অশান্তি অব্যাহত। দিনভর অশান্তির খবর এসেছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বিভিন্ন বুথ পরিদর্শনে গেলে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। কালো পতাকা দেখানো থেকে শারীরিক আক্রমণ পর্যন্ত করা হয়। নৃশংস ভাবে আক্রমণ চালানো হয় বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর। কিল, চড়, ঘুসি এমনকি লাথিও মারা হয় বিজেপি প্রার্থীকে।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘তিন কেন্দ্রেই হারবে তৃণমূল। সেই ভয় থেকেই প্রার্থীর উপর আক্রমণ। এভাবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করেও বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল। তিন কেন্দ্রেই জিতবে বিজেপি।’
জয়প্রকাশ মজুমদারের উপর আক্রমণকারীদের চিহ্নিত করেন বিজেপি নেতৃত্ব। আক্রমনকারীরা প্রত্যেকেই তৃণমূলের গুন্ডা বলে দাবি বিজেপির। বিজেপি প্রার্থীকে লাথি মারার ঘটনায় মূল অভিযুক্ত তারেকুল শেখ তৃণমূলের কর্মী বলে অভিযোগ বিজেপির তরফে। এছাড়াও হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস এই আক্রমণে নেতৃত্ব দেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।