কোলকাতা : সামনেই কলকাতা পুরভোট, আর ক্ষমতা বজায় রাখার লক্ষ্যে প্রতিটি দল নিজেদের মতো করে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। যেখানে বিজেপি সমীক্ষা শুরু করেছে কেন্দ্রের নির্দেশে একটি এজেন্সিকে দিয়ে। এ-র আগে মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো’র পর বিজেপি হাতিয়ার করেছে ‘আর নয় অন্যায়’ শ্লোগানকে। তথ্য সংগ্রহের জন্য বিজেপির এজেন্সির লোক কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ঘুরছে। এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন বিজেপির জনভিত্তি জানতে গোপনে চালানো হচ্ছে সমীক্ষা, গত ১ মাস থেকে ‘নমস্তে নমো’র অধীন এক পেশাদার এজেন্সি সমীক্ষার কাজ করছে।
এই সমীক্ষা সম্পর্কে এক ব্যাক্তি যিনি জেমস লং সরনির বাসিন্দা এই ব্যাপারে তার অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি বলেছেন , পুরভোটে কেমন প্রতিনিধি চাইছেন তারা, কোনো অভিযোগ আছে কি না রাজ্য বিজোপির নেতাদের নিয়ে, বর্তমান মেয়রকেই পুনরায় মেয়র হিসাবে চান কিনা? এরকম ধরনের নানা প্রশ্ন করা হয় সমীক্ষায়।
আরও পড়ুন : শহরের বুকে যাত্রা শুরু করবে হুডখোলা দোতলা বাস
বিজেপির সাধারন সম্পাদক সুব্রত চ্যাটাজী এই প্রসঙ্গে বলেন, অনেক সময় কেন্দ্র আলাদা করে সমীক্ষা করায়, এক্ষেত্রে তেমনটা হতে পারে, কারন রাজ্যের কাছে এ জাতীয় সমীক্ষার কোনও খবর নেই। তবে বিজেপির একাংশের মতে আসলে বিধানসভার লক্ষ্যেই পুরভোটের আগে জনমত সমীক্ষা করা আসলে প্রচার ও কৌশল নির্ধারণ করার আগের প্রস্তুতি। পেশাদার সংস্থাকে দিয়ে সমীক্ষার তালিকা চূড়ান্ত তালিকা তৈরির সময়, সংগঠনের তৈরি তালিকার সাথে মিলিয়ে তবেই নেওয়া হবে সিদ্ধান্ত।