রাজীব ঘোষ: রবিবার ব্যারাকপুরের শ্যামনগরে বিজেপির পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।সেই সংঘর্ষে ব্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের মাথা ফেটে যায়।তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা ব্যারাকপুর এলাকা জুড়ে।বিজেপির কর্মী সমর্থকরা পথ অবরোধ কর্মসূচি শুরু করেন।অর্জুন সিংয়ের উপরে হামলার প্রতিবাদে সোমবার ব্যারাকপুর এলাকায় ১২ ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি।তার জেরেই সকাল থেকেই সারা ব্যারাকপুর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ অবরোধ কর্মসূচি।বিজেপির পক্ষ থেকে সোমবার রাজ্যের সব এসপি অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে।
ব্যারাকপুরে বিজেপি কর্মীদের অবরোধ শুরু হওয়ায় শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচলে তার প্রভাব পড়েছে।বিজেপির কর্মীরা সকাল থেকেই কাকিনাড়া, জগদ্দল সহ অন্যান্য স্টেশনে রেল অবরোধ শুরু করেন।দলীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়েন।আটকে গিয়েছে একাধিক ট্রেন।নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিল থেকে শুরু করে সমস্ত কলকারখানার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মীরা।বিজেপির পক্ষ থেকে কল্যানী এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে।ব্যারাকপুরের রাস্তাঘাট শুনশান।সমস্ত জায়গায় বনধ পালিত হচ্ছে।সব ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রায় বন্ধ রয়েছে।
বিজেপির কর্মীদের দাবি, অর্জুন সিংয়ের উপর হামলাকারীদের শাস্তি দিতে হবে।পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্যে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের হাতে বিজেপির সাংসদ, বিধায়ক থেকে সভাপতি সহ অন্যান্য নেতাদের উপর আক্রমণ করার অভিযোগ জানিয়েছে।রাজ্যজুড়ে সোমবার বিজেপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।এদিকে অর্জুন সিংয়ের মাথায় ৭ টি সেলাই পড়েছে।তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাকে দেখতে যান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।