Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আপনার দলের থেকে বড় মাফিয়া কেউ নেই, রুদ্রনীলকে পাল্টা জবাব সোহমের

Updated :  Friday, February 12, 2021 10:44 PM

বিরোধী দলের নাম লেখালে ওই দলের সবটাই খারাপ মনে হয়। বাংলা ইন্ডাস্ট্রির সবকিছু খারাপ এটা তো হতে পারে না। এতদিন আপনি কেন প্রতিবাদ করতে আসেননি? বাংলা ইন্ডাস্ট্রিতে কোন মাফিয়ারাজ চলে না। এই ইন্ডাস্ট্রি খুব ছোট। তাই যদি এমন কিছু হতো তাহলে অনেকেই কিন্তু মুখ খুলতে এর বিরুদ্ধে। শুধু তাই নয়, আপনি যে দলে যোগ দিয়েছেন সেই দলের থেকে বড় মাফিয়া কিন্তু খুব কম আছে। এদিন এই ভাষাতেই টলি তারকা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) কে জবাব দিলেন সোহম (Sohom Chakraborty)।

সোহম বলছেন, বর্তমানে সমাজের উপর এবং দেশবাসীর উপর যা চলছে তা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন। সায়নী ঘোষ কিংবা দেবলীনা দত্ত নায়িকাদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। মাফিয়া রাজ কে বা কারা করছে, বিজেপি রাজ্য ক্ষমতায় আসার আগে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আরো বলেছেন, ইন্ডাস্ট্রিতে কোন ভেদাভেদ এবং রাজনৈতিক রঙ ছিল না। বিজেপি অত্যাচারের ভঙ্গিতে বাংলাকে দখল করার চেষ্টা করছে। এই কারণে তারা বিভিন্ন ধরনের অত্যাচার এর অভিযোগ তুলছে শাসক দলের বিরুদ্ধে।

সোহম বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে প্রত্যেক শিল্পীকে যে সম্মান দিয়েছে তার আগে কখনো কেউ দেননি। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছেন তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি। পাশাপাশি যারা এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা অত্যন্ত সম্মানীয় মানুষ। তাই এই ধরনের কথা কেন বলছেন রুদ্রনীল, সেটা কিন্তু আমার কাছে অত্যন্ত বিস্ময়ের ব্যাপার।”