Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনায় আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা

Updated :  Friday, October 2, 2020 6:13 PM

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সদ্য বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে আসা অনুপম হাজরা। আজই তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে, জানা গিয়েছে তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। চিকিত্‍‌সকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তিনি নিজেই টুইট করে করোনার কথা জানিয়েছেন।

কিছু দিন আগেই বিজেপি নেতাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন তিনি ও তাঁর দলীয় কর্মীরা মাস্ক পরেননি? জবাবে অনুপম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন।

“আমাদের কর্মীরা কোভিড-১৯-এর থেকেও বড় শত্রুর মোকাবিলা করছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করছেন। যেহেতু তাঁরা এখনও কোভিড-১৯-এ আক্রান্ত হননি, তাই তাঁরা আর কিছুকেই ভয় পান না। আমি সংক্রমিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিঙ্গন করব”।