Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘পরবর্তী পাঁচ বছরের জন্য আমিই মুখ্যমন্ত্রী’ দাবি বিজেপি নেতার

Updated :  Tuesday, October 29, 2019 2:38 PM

মহারাষ্ট্র : বিধানসভা নির্বাচনের পর শরিক দল শিবসেনার দাবি নিয়ে বিব্রত ছিল বিজেপি। শরিক দলের ৫০-৫০ ফর্মুলা মেনে শাসন ক্ষমতা ভাগ করে নেওয়ার কোন অভিপ্রায় ছিল না মহারাষ্ট্র বিজেপির। এদিকে মোক্ষম সময়ে বেঁকে বসে শিবসেনা। ক্ষমতার ভাগ বাঁটোয়ারা না হলে সরকারে যোগ দিতে অস্বীকার করেন উদ্ভব ঠাকরে। তাঁর লক্ষ্য মুখ্যমন্ত্রীর কুর্সি। অবস্থা বেগতিক দেখে উদ্ভব ঠাকরেকে দিল্লিতে ডেকে পাঠান অমিত শাহ।

এবার নিজেকে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আমি।’ শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর কুর্সি ভাগাভাগি নিয়ে সংবাদমাধ্যমে তিনি মন্তব্য করেন, ‘লোকভোটের আগে থেকে বিজেপি-শিবসেনা জোট রয়েছে। তখন তো এমন কোন শর্তে জোট হয়নি। তাহলে এখন এই সব কথা বলা অবান্তর।’ একই সাথে তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য সরকার গড়ার মতো স্থায়ী জোট তাদের রয়েছে।