করোনা টিকাকরণ কর্মসূচিতে দলের বিধায়করা অংশ নেওয়ায় অস্বস্তিতে পড়েছিল শাসক শিবির। তবে এইবার ভাইরাল হতে দেখা গেল অন্য ছবি। টিকা নিতে দেখা গেল শাসক শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো শীলভদ্র দত্তকে (Silvadra Dutta)। চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী না হওয়া সত্ত্বেও কীভাব তিনি টীকা নিলেন, সেই বিষয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।
প্রথম দফায় বাংলায় চলছে করোনা টিকাকরণের কর্মসূচি। করোনা মোকাবিলায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে টীকা। কিন্তু বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে নিতে দেখা যাচ্ছে টীকা। ঘাস্ফুল শিবিরের জনপ্রতিনিধিদের টীকা নেওয়ার ঘটনাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধী গেরুয়া শিবির। যা নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। তবে এইবার উলটপুরাণ। টীকা নিতে দেখা গেল শাসক শিবির হতে সদ্য বিজেপিতে নাম লেখানো শীলভদ্র দত্তকে। তার টিকা নেওয়ার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিটি ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আগের শনিবার কাটয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে করোনার টিকা নিতে দেখা গিয়েছিল। ভাতারের বিধায়ক, প্রাক্তন বিধায়ক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক, পূর্ব বর্ধমান জেলাপরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরাও করোনার টিকা নেন। সকলেরই দাবি, রোগীকল্যাণ সমিতির সদস্য হওয়ায় টিকা নিয়েছেন তাঁরা। শীলভদ্র দত্তের টিকা নেওয়ার নেপথ্যেও একই কারণ দেখানো হয়েছে। বলা হয়েছে, ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাদপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তিনি। কিন্তু স্বাস্থ্যকর্মী না হয়েও কীভাবে টিকা নিতে পারেন শীলভদ্রবাবু, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি বিজেপি।