অরূপ মাহাত: তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ এনেছে দলীয় নেতা ও জন প্রতিনিধিদের মামলার ভয় দেখিয়ে দল বদলে বাধ্য করছে বিজেপি। হঠাৎ হঠাৎ করে সিবিআই তৎপরতাকে তারই ইঙ্গিত বলে দাবি করেছে তারা। তাদের অভিযোগ সিবিআইকে গ্রেপ্তার করানোর ভয় দেখানো হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। সেই কারনেই নাকি একের পর এক নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। তবে সদ্য বিজেপিতে যোগ শোভন চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই বুঝিয়ে দিল যে কোন বিশেষ রাজনৈতিক দলে যোগ দিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা এড়ানো যাবে না।
বিজেপিতে যোগ দেওয়া এই নেতাকে বারবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আগে বারবার সিবিআইয়ের ডাক এড়িয়ে গেলেও এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার প্রাক্তন মেয়র। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন আজ সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু জল্পনা বেড়েছে তৃণমূলের অন্য এক সাংসদকে নিয়ে। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও আজই সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দেওয়ার কথা। রাজ্যের শাসক দলের অন্যান্য নেতা মন্ত্রীরা যখন বিভিন্ন বাহানায় সিবিআইয়ের ডাক এড়িয়ে চলেছে, ক্রমাগত আক্রমণ করে চলেছে সিবিআই-কে তখন আরামবাগের সাংসদের এই সিদ্ধান্তে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে