Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রথ যাত্রার অনুমতি চেয়ে নবান্ন চিঠি বিজেপির, প্রয়োজনে বৈঠক মুখ্য সচিবের সাথে

Updated :  Monday, February 1, 2021 9:16 PM

ভোটের মুখে রাজ্য প্রচারে ঝড় তোলার জন্য কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ৫টি রথযাত্রার করার অনুমতি চেয়েছিল রাজ্যের থেকে। এবারে সেই মর্মে নবান্নের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন জানিয়েছে বিজেপি নেতৃত্ব।পরিবর্তনের রথযাত্রা নামের এই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন বলে জানা গিয়েছে। তবে বিরোধীরা আশঙ্কা করছেন, এই রথ যাত্রার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে চলেছে।

সোমবার এই পাঁচটি রথযাত্রার কোনটি কোথা থেকে শুরু হবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। তালিকা করে জানানো হয়েছে সমস্ত রিপোর্ট। প্রয়োজনে বিজেপি কর্তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানা যাচ্ছে।

বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে ফেলেছে বিজেপি। প্রতিটি জোন থেকে একটি করে রথযাত্রা বেরোবে। ৬ ফেব্রুয়ারি রথযাত্রার হবে কোচবিহার এবং নদীয়া থেকে। ৮ ফেব্রুয়ারি রথযাত্রার হবে কাকদ্বীপ থেকে। ৯ ফেব্রুয়ারি রথযাত্রার হবে ঝারগ্রাম এবং তারাপীঠ থেকে। জানা যাচ্ছে প্রতিটি রথ ২০-২২ দিন ধরে ওই অঞ্চলের প্রত্যেকটি জায়গা পর্যবেক্ষণ করবে। জানা যাচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্র পর্যবেক্ষণ করবে ভারতীয় জনতা পার্টির এই রথ।