নিউজপলিটিক্সরাজ্য

কুঁড়েঘর থেকে বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী! শালতোড়া গ্রামের জন্য কি করতে চান? জানালেন নিজেই

চন্দনা বাউরী একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির 'দরিদ্রতম' প্রার্থী ছিলেন

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে ধুলিস্যাৎ করে ২১৩ আসন পেয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ৭৭ টি আসন। তবে সেই সমস্ত আসনের মাঝে উল্লেখযোগ্য একটি আসন হল শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর। একাধিক হেভিওয়েট বিত্তশালী প্রার্থীর মাঝে নুন আনতে পান্তা ফুরায় এই প্রার্থী তার জায়গা পাক করে নিয়েছেন। আজ শুক্রবার তিনি বিধানসভায় বিজয়ী বিধায়ক হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে তিনি সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার ওপর ভরসা রেখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে।

নির্বাচনের আগে থাকতেই বিজেপির দরিদ্রতম প্রার্থী হিসেবে বারংবার খবরের শিরোনাম এর নাম উঠে এসেছে চন্দনার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে বাংলার ভবিষ্যৎ তৈরি করবে চন্দনার মত মেয়েরা। মানুষের ভালোবাসায় এই চন্দনা বিধানসভা নির্বাচনে। আজকে শপথগ্রহণ অনুষ্ঠানে এসে ভারতীয় জনতা পার্টির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেছেন, “আমার মত একজন গরীব মানুষকে টিকিট দিয়েছে বিজেপি, এটাই অনেক।” আসলে চন্দনা দিনমজুরের স্ত্রী এবং দুই সন্তানের মা। তার বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়। রোজ পান্তা ভাত খেয়ে পাড়ায় পাড়ায় তিনি প্রচার করতে যেতেন। আর তার ফলও পেয়েছেন তিনি।

বিধায়ক হিসেবে চন্দনা বাউরী প্রথম শালতোড়া রাস্তাঘাট তৈরীর কাজে মন দিতে চান বলে জানা গিয়েছে। এছাড়াও তিনি এলাকার মানুষের জন্য যত দ্রুত সম্ভব জলের ব্যবস্থা করবেন। এছাড়া তিনি বলেছেন যে একবার কলকাতায় আসতে অনেক খরচ করতে হয়। তাও আজকে আমি এলাম। জনগণ আমাকে জিতিয়েছে। আমাকে তো আসতেই হবে। কিন্তু সরকার যদি আমার কিছু একটা ব্যবস্থা করে তাহলে খুবই ভালো হয়।

Related Articles

Back to top button