মলয় দে নদীয়া: CAA এর সমর্থনে সাংগাঠনিক আইন কর্মশালায় এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা । এদিন নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর উপস্থিতিতে যখন পেক্ষাগৃহে আলোচনা হচ্ছে, সেই সময় রানাঘাট দক্ষিণ জেলার 34,35 ও 37 নম্বর জেড পির মন্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে গন্ডগোলে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।
পরে উপস্থিত নেতৃত্বের হস্তক্ষেপে অবস্থা স্বাভাবিক হয়। মন্ডল সভাপতির পদ খোয়ানো সমর্থকদের অভিযোগ, ভালো রেজাল্ট করা সত্বেও কেন এই পরিবর্তন। এবিষয়ে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, কিছু একটা সমস্যা আছে কথা বলে মেটাতে হবে। পাশাপাশি এদিন প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ পরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এবার নতুন নয়, এর আগেও হয়েছে।