Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য
বাংলার জন্য কল্পতরু বিজেপি! নির্বাচনী ইশতেহারের সেরা ১৫ চমক
Advertisement
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এখন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচনে যে তৃণমূল বনাম বিজেপির হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই দুটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে নির্বাচনে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে।
কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শাসকদলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল। সেই ইশতেহারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। আশাতিত ভাবেই বিজেপি তাদের ইশতেহারে চমক দিয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে বিজেপির সেরা ১৫ ইশতেহারি চমকের সম্বন্ধে জেনে নিন।
- বাংলায় ১০০ দিনের কাজ বেড়ে হবে ২০০ দিনে।
- রাজ্যের সমস্ত জায়গায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে খাবার পাওয়া যাবে।
- বিজেপি ক্ষমতায় এলে গম, ডাল, নুন এবং চিনি পাওয়া যাবে যথাক্রমে ১ টাকা, ৩০ টাকা, ৩ টাকা ও ৫ টাকা কিলো দরে।
- রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন শুরু হবে।
- স্বাস্থ্যব্যবস্থার উন্নতির জন্য উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ও সুন্দরবনে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হবে।
- মাধ্যমিক ও প্রাথমিক স্তরে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে।
- কৃষক সম্মান নিধি প্রকল্প এর অন্তর্গত করে প্রত্যেক কৃষককে বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
- যে সমস্ত কৃষকরা মমতাদির গাফিলতিতে কৃষক সম্মান নিধি পাইনি তারা এককালীন ১৮ হাজার টাকা পাবে।
- মৎস্যজীবীদের জন্য কল্পতরু হয়ে বিজেপি তাদের বছরে ৬০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- ১৮ বছর হলেই মেয়েদের এককালীন ২ লাখ টাকা দেওয়া হবে।
- সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য এবার থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হবে।
- বাংলার মেয়েদের জন্য শিক্ষা ও পরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
- রাজ্য পুলিশের ৩ ও রিজার্ভ ফোর্সের ৯ মহিলা ব্যাটেলিয়ান তৈরি করা হবে।
- পুরোহিত ও কির্তনিয়ারা মাসে ৩০০০ টাকা করে সরকারি অনুদান পাবে।
- বিধবাদের মাসিক ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে।