অবশেষে ভোটের আগে তাদের রথযাত্রা অসম্পূর্ণ দিনক্ষণ নির্ধারণ করে দিল ভারতীয় জনতা পার্টি। এদিন তারা ঘোষণা করেছে আগামী ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে শুরু হবে এই রথযাত্রা কর্মসূচি। এরপর, ৬ ফেব্রুয়ারি হাওড়া হুগলি এবং মেদিনীপুর থেকে এই রথযাত্রা করা হবে। জানা যাচ্ছে রথযাত্রায় বঙ্গ বিজেপির বেশকিছু নেতা উপস্থিত থাকতে চলেছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকতে চলেছেন এই রথযাত্রা উপলক্ষে।
২০২১ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক পরিকল্পনা একেবারে সঠিক করে নিতে প্রস্তুত বিজেপি। এদিন বিজেপি রাজ্যের সব বিধানসভা আসনে পরিবর্তনের বার্তা নিয়ে রথযাত্রা শুরু করবে বলে ঘোষণা করেছে। তবে এতদিন বোঝা যাচ্ছিল না কবে থেকে রথযাত্রা শুরু হবে। অবশেষে এদিন দিনক্ষণ স্থির করে দিলো বিজেপি। বিজেপি জানাচ্ছে ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে এই রথযাত্রা শুরু হবে। এই রথ যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এরপর ৬ তারিখে রথযাত্রা হবে কাঁথি পিছাবনী থেকে শুরু করে হাওড়া হুগলি এবং মেদিনীপুর জনে। এছাড়া ৬৯ বিধানসভা ঘুরে বেলুড়মঠে এই রথযাত্রা শেষ হবে। নবদ্বীপ এর রথ যাত্রা শুরু হবে শ্রীচৈতন্যের পূণ্যভূমি থেকে। ওই রথযাত্রা শেষ হবে ব্যারাকপুরে। এছাড়া জানা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝারগ্রাম এর রুট আগামীকাল ঠিক করা হবে।
এবারের নির্বাচনে বাংলা দখলে মরিয়া হয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে যে কোন ভাবে হোক তাদের বার্তা প্রেরণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কারণেই রথযাত্রার করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল গেরুয়া শিবির। রাজ্যের ২৯৪টি আসনে তারা রথযাত্রা করবে বলে ঘোষণা করেছিল। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রেই তাদের বার্তা পৌঁছে দেওয়া হবে বলে মনে করছেন গেরুয়া নেতৃত্ব।