Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বঙ্গ জয়ের লক্ষ্যে গুজরাটে বিজেপি-সংঘের তিনদিনের বৈঠক

Updated :  Tuesday, January 5, 2021 11:30 AM

গুজরাট: আজ, মঙ্গলবার (Tuesday) থেকে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে শুরু হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জরুরী বৈঠক। বৈঠকে আরএসএসের প্রধান মোহন ভাগবত ছাড়াও বিজেপি সভাপতি জেপি নড্ডা (JP Nadda) এবং দলীয় সংগঠনের সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে ৩৬ জন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সংঘের এই তিন দিনের বৈঠকে কৃষি আইন, কৃষক আন্দোলন এবং রাম মন্দির (Ram Mamdir) নির্মাণ থেকে শুরু করে বঙ্গের বিধানসভা নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে।

আরএসএসের এই তিন দিনের বৈঠকে যোগ দিতে গুজরাট নেতাদের সঙ্গেই সোমবার (Monday) আহমেদাবাদ পৌঁছেছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। বিমানবন্দর থেকে সরাসরি বিজেপি সদর দফতরে পৌঁছেছেন তিনি। যেখানে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এবং রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সভাপতি।

আপের প্রবেশের পরে এবং AIMIM-এর সঙ্গে জোটে BTP নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের পরে তা নিয়েও আলোচনা হতে পারে। একই সময়ে, জে পি নড্ডা গুজরাত বিজেপি লোকজনের সঙ্গে কথা বলেছেন, সেখানে বাংলায় নির্বাচনের জন্য।