কিছুদিন আগেই বঙ্গ রাজনীতিতে আসানসোলের প্রাক্তন মেয়র তথা মুখ্য পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির দলবদল নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। তিনি পরপর কয়েকটি পদ থেকে ইস্তফা দিলে সবাই ধরেই নিয়েছিল সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। কিন্তু তেমনটা হয়নি। তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের পর আবারও তৃণমূলের যোগদান করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, “দিদিকে আমি কষ্ট দিয়ে বাঁচতে পারব না।”
কিন্তু জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূল পদ ছেড়ে ছিলেন তখন তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পাল এবং বাবুল সুপ্রিয়। ইতিমধ্যেই বিরূপ মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে বিজেপি শো কজ নোটিশ পাঠিয়েছে। তারপর আজকে সায়ন্তন বসুর পর বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পালকে দল শো-কজ নোটিশ পাঠালো। তবে সেই চিঠিতে দলের পক্ষ থেকে এখন অব্দি কোন কারণ উল্লেখ করা হয়নি।। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন জিতেন্দ্র তিওয়ারি ওপর বিরূপ মন্তব্যের কারণে এই শো-কজ নোটিশ।
প্রসঙ্গত, বঙ্গ রাজনীতিতে গত সপ্তাহতে জিতেন্দ্র তিওয়ারি রাজনৈতিক অবস্থান নিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়। তিনি একের পর এক সরকারি পদ থেকে ইস্তফা দিতে শুরু করেন। সেই সময় জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করতে পারে এমন ভেবে ফেসবুকে সুর চড়ান আসানসোলের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেইসাথে সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পাল প্রকাশ্যে জিতেন্দ্রকে দলে নেওয়ার বিরোধিতা করেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করেছেন গেরুয়া শীর্ষ নেতৃত্ব। তাই প্রথমে সায়ন্তন বসু ও পরে অগ্নিমিত্রা পালকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। এবার বাবুল সুপ্রিয়কে দল শো-কজ নোটিশ পাঠায় নাকি, সেটাই দেখার।