নিউজরাজ্য

বিজেপি মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে : মন্ত্রী নির্মল ঘোষ

Advertisement

প্রীতম দাস : গতকাল বিধানসভা উপনির্বাচন এর ফলাফল বেরোনোর পর বিজেপির ভরাডুবির চিত্র ধরা পড়েছে। দিলীপ দুর্গ খড়গপুরে বিজেপি প্রার্থী ২০৮১১ ভোটে হেরে যাওয়া , করিমপুরে ২৪০০০ এর ব্যাবধানে বিজেপি এর ভয়ানক হারের পর নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই তৃণমূল শিবিরে জয়ের উৎসব শুরু হয় গেছে।

এমন সময় আমরা যোগাযোগ করেছিলাম বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ এর সঙ্গে। তার কাছে আমরা বিজেপির এই ভরাডুবির কারণ জানতে চাইলে তিনি বলেন, ২০১৯ এর লোকসভা নির্বাচন এর অবস্থান এর পর বিজেপির অবস্থান আকাশে হয় গেছিলো। বিজেপি এটা বোঝার চেষ্টা করেনি যে সরকার গঠন করার পর মানুষের আশা পূর্ণ করতে হয় কিন্তু বিজেপি ৩৭০ ধারা, রামমন্দির, সার্জিক্যাল স্ট্রাইক এসব নিয়ে পরে রয়েছে কিন্তু অন্যদিকে দেশের বেহাল অর্থনীতি, মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মাথাব্যথা নেই।

মানুষের একতা ধর্ম জাত দিয়ে বিভাজনের চেষ্টা করছে। তাই মানুষ বুঝতে পেরেছে বিজেপি সরকার গঠন করলেও মা মাটি মানুষ এর জন্য কাজ করতে পারেনা ও করতে চায়না। তাই দলে দলে মানুষ ফিরে এসেছে উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের এর সাথে।

তিনি আরো বলেন, পতনের অনেক দিক রয়েছে। একটি দিক হলো বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয় পড়তে শুরু করেছে ঠিক যেমন মহারাষ্ট্রে পালা শুরু হইছে সেটা এসে শেষে পশিমবঙ্গে ধাক্কা খেল। তৃণমূলের এই বিপুল পরিমাণ জয় নিয়ে তিনি বলেন, এই জয় তৃণমূল কংগ্রেস আরো বেশি দায়িত্বশীল করে তুললো।

মানুষ বুঝিয়ে দিল তুমি যদি প্রতিবাদী কন্ঠস্বর হও মানুষকে রক্ষা করার জন্য তবে মানুষ সর্বদা তোমার পাশে থাকবে ও মানুষ আমাদের সাথে থাকবে এই যে জনতার রায় এটাই ২০২১ সালে আমরা আমাদের লক্ষ্যপথে দৃঢ়তার সাথে পৌঁছে যাব।

Related Articles

Back to top button