Today Trending Newsনিউজপলিটিক্স

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশবিরোধী আখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহীর তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দুষলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্য জুড়ে সরকারি সম্পত্তি ধ্বংসের যে প্রবণতা চালু হয়েছে তাতে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে বলেও মনে করেন তিনি। শুধু তাই নয়, হিন্দু মুসলিম বিভাজন থেকে সংবিধান না মানা একগুচ্ছ অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

এদিন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘আন্দোলনের নামে রাজ্য জুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদের সমর্থন করছেন। মুখ্যমন্ত্রী আসলে একজন দেশবিরোধী।’ পরপরই এনআরসি-র সমর্থনে মুখ খুলেন তিনি, বলেন ‘অনুপ্রবেশকারীদের তাড়াতেই দেশে এনআরসি প্রয়োজন।’

আরও পড়ুন : ‘ধর্ষণের সময় নাবালক ছিলাম’, দিল্লি হাই কোর্টে দাবি নির্ভয়ার অপরাধীর

বিজেপির বিরুদ্ধে ওঠা বিভাজনের রাজনীতিরও উত্তর দেন তিনি। বলেন, ‘হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। সংবিধানের বাইরে গিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করে সমাজে বিভাজন সৃষ্টি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।’ বিজেপি কখনোই বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি।

Related Articles

Back to top button