Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১ টাকায় স্যানিটারি ন্যাপকিন, এককালীন ২ লাখ টাকা, নারীমুখি প্রকল্পে চমক বিজেপির

Updated :  Monday, March 22, 2021 1:30 PM

একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এখন বর্তমানে নির্বাচনের আগে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এরইমধ্যে গতকাল গেরুয়া শিবির তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এক কথায় বলতে গেলে বিজেপি বাংলার নারীদের জন্য কল্পতরু হয়ে উঠেছে তাদের নির্বাচনী ইশতেহারে। গতকাল সন্ধ্যায় অমিত শাহ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তার নাম দেওয়া হয়েছে “সোনার বাংলা সংকল্প পত্র”। বিজেপি তাদের ইশতেহার মোট ১৩ টি পর্বে ভাগ করেছে। তার মধ্যে একটি অন্যতম পর্ব হলো মহিলা। একাধিক নারীমুখি প্রকল্প এনে বিজেপি এক প্রকার শাসক দলকে এটা বুঝিয়ে দিতে চায় যে ভারতীয় জনতা পার্টি নারীদের সম্মান করে এবং মর্যাদা দেয়।

বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছে যে কোন মেয়ে ১৮ বছর বয়স হলে তাকে এককালীন ২ লাখ টাকা দেওয়া হবে। এখানে সরাসরিভাবে বিজেপি তৃণমূলের কন্যাশ্রী প্রকল্পকে চ্যালেঞ্জ করেছে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কোনো মেয়ের ১৮ বছর হলে তাদের এককালীন ২৫ হাজার টাকা দেয়া হতো। এই প্রকল্পকে টেক্কা দিতে বিজেপি আনছে বালিকা আলো প্রকল্প যার মাধ্যমে ২ লাখ টাকা পাবে বাংলার যুবতীরা। এছাড়াও বিজেপির ইশতেহার জানানো হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে উঠলে ৩ হাজার, নবম শ্রেণীতে উঠলে ৫ হাজার ও একাদশ শ্রেণিতে উঠলে ৭ হাজার টাকা করে দেওয়া হবে।

সেই সাথে বিজেপির ইশতেহারে আরেক চমক মহিলাদের জন্য আসন সংরক্ষণ। বিজেপি জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া বাংলার মেয়েদের কেজি থেকে এমএ অব্দি লেখাপড়া করতে কোন খরচ করতে হবে না। গোটা রাজ্যে বাংলার মেয়েরা বিনা খরচায় পরিবহন করতে পারবে। এছাড়াও নারী সুরক্ষার কথা মাথায় রেখে বিজেপি জানিয়েছে যে তারা ক্ষমতায় এলে রাজ্য পুলিশে ৯ টি মহিলা ব্যাটেলিয়ান ও রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩ টি মহিলা ব্যাটেলিয়ান তৈরি হবে। এছাড়া প্রত্যেকটি থানাতে থাকবে মহিলাদের জন্য আলাদা হেল্প ডেক্স। তাতে দায়িত্বে থাকবেন একজন মহিলা অফিসার। এমনকি বিজেপি জানিয়ে দিয়েছে যে আত্মনির্ভর ভারতের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য সরকার ২ হাজার কোটি টাকা বরাদ্দ করবে। এছাড়াও উল্লেখযোগ্য অংশ হিসেবে বলা যায়, বিজেপি জানিয়েছে যে তারা রাজ্যের সর্বত্র স্কুল-কলেজ ও বাজারে ৫০ হাজার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাবে। আর তাতে মাত্র ১ টাকায় পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন।