Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃনমূলের অনুকরণে ‘বিজেপিকে বলো’ কর্মসূচি আনতে চলেছে গেরুয়া শিবির

তৃনমূলের অনুকরণে এবার বিজেপি আনতে চলেছে টোল ফ্রি নম্বর। বিভিন্ন পুরসভার কাজকর্ম ঠিক হচ্ছে কি না ,সাধারন মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, দুর্নীতি, ইত্যাদি বিষয় যাতে সাধারণ মানুষ ওই নম্বরে…

Avatar

তৃনমূলের অনুকরণে এবার বিজেপি আনতে চলেছে টোল ফ্রি নম্বর। বিভিন্ন পুরসভার কাজকর্ম ঠিক হচ্ছে কি না ,সাধারন মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, দুর্নীতি, ইত্যাদি বিষয় যাতে সাধারণ মানুষ ওই নম্বরে জানাতে পারেন তাই টোল ফ্রি নম্বর চালু করা হবেরাজ্যের প্রতিটি পুরসভার জন্য আলাদা আলাদা ইস্তাহার প্রকাশের পরিকল্পনা নেওয়া হচ্ছে রাজ্য বিজেপির তরফে। পুরসভার প্রস্তুতিতে সাধারণ মানুষের অভাব অভিযোগ ব্যক্ত করতে পারবে এর ফলে।

এলাকার মানুষ এই নম্বরে তূণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানাতে পারবে এবং সেই অভিযোগগুলোই নির্বাচনী প্রচারে কাজে লাগাবে বিজেপি। এর আগে তৃনমূল এর ‘দিদিকে বলো’ র অনুকরণে এবার বিজেপিকে বলো শুরু হবে।  পুরভোটের জন্য বিজেপি যে ৫৭ জনের কমিটি গঠন করেছে তার নেতৃত্ব থাকছে আহ্বায়ক মুকুল রায়ের হাতে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং হয়েছেন ডেপুটি। শ্রীরামপুরের পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছে রীতেশ তিওয়ারিকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তৃতীয়বারের জন্য শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল, আমন্ত্রিত বাস ড্রাইভার, অটো চালক, কৃষক

এছাড়াও কমিটিতে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় ও রাজ্যের ১৮ জন সাংসদ, এবং কিছু তৃণমূল থেকে আসা বিধায়ক। পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে গেরুয়া শিবির শনিবার বৈঠক করে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি প্রমুখ। পুরসভার গুলিতে কি পরিস্থিতি রয়েছে, সেখানকার দলের সাংসদদের বিশেষ দায়িত্ব, এসব বিষয়ে আলোচনা করা হয় এদিন, সিন্ধান্ত নেওয়া হয় টোল ফ্রি নম্বরের।

About Author