নিউজরাজ্য

মণীশ শুক্লার মৃত্যু নিয়ে এবার নবান্ন অভিযানে যেতে চলেছে বিজেপির চারটে মিছিল

Advertisement

মণীশ শুক্লার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই গতকাল রাত থেকে তোলপাড় পর্ব চলছে। এমনকি আগামি ৮ অক্টোবর, বৃহস্পতিবার নবান্ন অভিযানে যাওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। গেরিলা কায়দায় নবান্নে যাওয়ার পরিকল্পনা ছাড়াও থাকবে ৪টি বড় মিছিল ও ছোট ছোট বেশ কয়েকটি মিছিল।

রাজ্য অফিস থেকে মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রবিবার রাত আটটা নাগাদ টিটাগড়ের বিজেপি পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যারাকপুরের ডাকসাইটে বিজেপি নেতা মণীশ শুক্লা।এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাত সওয়া দশটা নাগাদ বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে যায় যে বিটি রোড জুড়ে অবরোধ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকরা আজ দুপুরেই ঘটনাস্থলে যান, পুরো এলাকা খতিয়ে দেখেন।

গতকাল সন্ধ্যের পর থেকেই শুক্লার দেহ ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা, পুলিসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। রাস্তায় মানুষের ভিড় জমে যায়। জানা গিয়েছে আগামি ৮ তারিখ হেস্টিংসে ব্রিজের নীচ থেকে আর একটি মিছিলে যাবে নবান্নে যেখানে থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল, রাকেশ সিং ও শঙ্কুদেব পণ্ডা। সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্বে থাকবেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হাওড়া ময়দানে থাকবেন রাজ্যের যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।  সব মিলিয়ে ওই দিন আব্র একটা ধুন্ধুমার ঘটনা ঘটার আশঙ্কায় আছেন কলকাতাবাসী।

Related Articles

Back to top button