করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব যখন প্রায় দিশেহারা সেই সময়ে ভারতবর্ষের মাটিতে আরেকটি মারন ভাইরাসের দেখা পাওয়া গেল যার নাম ব্ল্যাক ফাঙ্গাস। বর্তমানে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অনেক জায়গাতেই একে মহামারী রূপে ঘোষণা করেছে। এই রকম সংকটজনক মুহুর্তে ভগবানরূপে আবির্ভাব হয়েছেন আই আই টির দুই বিজ্ঞানী।
হায়দ্রাবাদ আই আই টির কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই বিজ্ঞানীর ডক্টর সপ্তর্ষি মজুমদার এবং ডঃ চন্দ্রশেখর শর্মা কম দামে ওষুধ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। যেভাবে এই রোগের চিকিৎসা হচ্ছে তা সকলের কাছে সেই খরচ যোগানো সম্ভব নয়। খুব বাড়াবাড়ি হলে প্রতিদিন তিন হাজার টাকা ব্যয় করে টানা ৩০ দিন এই ওষুধ দিতে হয়, তবে এই দুইজন মিলে স্বল্প খরচে আবিষ্কার করেছেন ওরাল ট্যাবলেট। ৬০ মিলিগ্রাম এর একটি ওষুধ এর দাম ২০০ টাকা।
খুব তাড়াতাড়ি দেশের বাজারে এই ওষুধ আনার ব্যাবস্থা হচ্ছে। বর্তমানে যে ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি। কিন্তু ট্যাবলেট জাতীয় ওষুধে এমন সম্ভাবনা কম। বর্তমান পরিস্থিতিতে এই রকম আবিষ্কার সত্যিই খুব সন্তোষজনক। আপাতত এই দুই বাঙালি বিজ্ঞানীর কাজকর্মের জন্য গোটা দেশজুড়ে হই হই কান্ড শুরু হয়ে গেছে। এখানে গোটা দেশজুড়ে চিকিৎসকরা রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছেন কি করে এই ব্ল্যাক ফাংগাসকে নির্মুল করা যায়, সেই মুহূর্তে এমন একটি আবিষ্কার সত্যিই আমাদের কাছে আশাব্যঞ্জক।