জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। বারংবার সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের নিশানয় উঠে এসেছে কাশ্মীর। গত কয়েক মাস ধরেই গ্রেনেড হামলার শিকার হচ্ছেন কাশ্মীরী পুলিশ তথা সেনারা। এবারে দুষ্কৃতীরা গ্রেনেড হামলার জন্যে নিশানা করলো বিশ্ববিদ্যালয়কে।
আজ, মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলার শিকার হল কাশ্মীর বিশ্ববিদ্যালয়। আজ দুপুর নাগাদ শ্রীনগরের হজরতবল এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে ঘটে গ্রেনেড বিস্ফোরণ। ঘটনায় কমপক্ষে চারজন ব্যাক্তি আহত হয়েছেন। ঘটনাটির পরেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা যায় যে, কিছু সন্দেহভাজন জঙ্গি আজ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের সামনে একটি গ্রেনেড ছোঁড়ে এবং চারিদিক বিস্ফোরণের ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণের পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত জারি রেখেছে তবে এখনও পর্যন্ত বিশদ কিছু জানা যায় নি।