Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Govinda: সুপারস্টার জিৎের হাউজ পার্টিতে গান গাইলেন ব্লকবাস্টার অভিনেতা গোবিন্দা! রইলো ভিডিও

Updated :  Tuesday, July 27, 2021 10:45 AM

বর্তমানে প্রতি সপ্তাহে প্রতিটি চ্যানেলেই ধারাবাহিকের পরিবর্তে দেখা মেলে একাধিক রিয়েলিটি শোয়ের। তেমনই একটি রিয়েলিটি শো হল জি বাংলার ডান্স বাংলা ডান্স। এবছর জি বাংলায় অনুষ্ঠিত এই রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার দুই জনপ্রিয় তারকা জিৎ এবং শুভশ্রীকে,এছাড়াও বিচারকের আসনে রয়েছেন বলিউডের মেগাস্টার গোবিন্দা। সঞ্চালকের ভূমিকায় অভিনেতা অঙ্কুশ এবং বিক্রম। ডান্স গুরুর আসনে বসেছে দেবলীনা-ওম, রিমঝিম-সৌমিলি, এককথায় এবারের ডান্স বাংলা ডান্সের মঞ্চে বসেছে চাঁদের হাট। আর এই সব তারকাদের জন্য এই রিয়ালিটি শোয়ের টিআরপি চড় চড় করে বেড়ে গিয়েছে।

এই প্রথম বলিউডের সুপারস্টার গোবিন্দা কোনো ড্যান্স শোয়ের বিচারক। তাও আবার টলিউডে। এটি সকল দর্শকের কাছে বিশাপ বড় পাওনা৷ গোবিন্দা এই শোয়ে উপস্থিত হওয়াতে অনেকের ভালোবাসা পেয়েছেন। এমনকি অন্যান দুই বিচারকের খুব কাছের হয়ে উঠেছেন গোবিন্দা। জিৎের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। জিৎ অনেক কিছু শিখতেও পারছে। সম্প্রতি জিৎ এবং গোবিন্দাকে দেখা গিয়েছে অনুষ্ঠানের মঞ্চে লুঙ্গি ডান্স করতে। লুঙ্গি পড়ে জিৎ ও গোবিন্দার নাচ বেশ ভাইরাল হয়।

তবে এবার আর গোবিন্দা নাচলেননা। গাইলেন। এক ঘর ভর্তি অতিথীর সামনে গান গাইলেন। সম্প্রতি জিৎের বাড়িতে আয়োজন করা হয়েছিল এক গেট টুগেদার অনুষ্ঠানের। আর সেখানেই উপস্থিত হয়েছিলেন সকলের প্রিয় গোবিন্দা। গোবিন্দা যে খুব ভালো গায়ক তা এই ভিডিয়ো না থাকলে জানা যেতনা। সম্প্রতি সেই পার্টির একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে গোবিন্দা ব্ল্যাক টিশার্ট আর জিন্স সাথে চকোলেট রঙের লেদার জ্যাকেট পড়ে সুপারহিট গান ‘আপকে আ জানে সে’ গাইছেন। গোবিন্দার গান শুনে নাচছেন জিৎ। এই গান শুনে সকলেই প্রশংসা করেছেন। এই ভিডিও শেয়ার হতেই ১৫ হাজারের বেশি নেট নাগরিক লাইক দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।