Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bollywood: বিয়ের ২৫ বছর পার, স্ত্রীর উদ্দেশ্যে আদরঘন বার্তা ববি দেওলের

Updated :  Sunday, May 30, 2021 7:50 PM

৩০ মে! ঠিক ২৫ বছর আগে বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা নিজের মনের মানুষ তানিয়াকে বিয়ে করেন। দেখতে দেখতে বিয়ের ২৫ বছর সম্পন্ন হয়েছে। তাই আজকের সি বিশেষ দিনে ববি দেওল ও নিজের স্ত্রী তানিয়ার সাথে কাটানো কিছু অদেখা ছবি পোস্ট করেন ববি। ক্যপশানে অভিনেতা লিখেছেন, ‘তুমি আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য পুরো বিশ্বটাই তুমি। চিরজীবন তোমায় এভাবেই ভালোবাসবো। শুভ ২৫ তম বিবাহ বার্ষিকী।’

এই পোস্টে ববি দেওল প্রথমে তাদের প্রেমের সময়ের ছবি, তারপর তাদের বিয়ের ছবি, এবং সবশেষে এখনকার ছবি পোস্ট করে এই ২৫ বছরের সুন্দর জার্নিটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ববি দেওল। স্ত্রী তানিয়াকে ববি দেওল প্রথমবার মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে দেখেন, প্রথম দেখা মাত্রই তানিয়ার প্রেমে পড়ে যান ববি। তানিয়া একজন প্রফেশনাল ডিজাইনার। এরপর কিছুদিন প্রেম করে ১৯৯৬ সালে বিয়ে করেন ববি দেওল ও তানিয়া। বিয়ের ২৫ বছর হয়ে গেলেও প্রেম একফোঁটা কমেনি। বরং বেড়েছে সম্মান, ভালোবাসা এবং আরো অনেকগুলো বছর একসাথে কাটানোর ইচ্ছা। ববি দেওলের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী। ভাইরাল হয় এই পোস্ট।

ববি ও তানিয়ার দুই সন্তান রয়েছে, আর্যমান দেওল ও ধরম দেওল। ভাবে কখনোই মিডিয়ার সামনে আনেননি তাদের ব্যক্তিগত জীবনকে। অভিনয়ের সাথে সাথে নিজের পরিবারের সময় কাটাতে ভালোবাসেন এই অভিনেতা। ১৯৯৫ সালে প্রথম বলিউডে ‘বারসাত’ ছবি দিয়ে অভিনয় শুরু করেছিলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। ২০২০ সালে তাঁর ওয়েব সিরিজ ‘আশ্রম’ দর্শকমনে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর পর ক্লাস অফ ৮৩ ছবিতে দেখা গিয়েছে ববিকে। আগামীতে তাঁর ‘পেন্টহাউজ’ ও ‘লভ হস্টেল’ ছবি দুটি মুক্তি পাওয়ার কথা।

প্রসঙ্গত,বলিউডের প্রবীণ তারকা ধর্মেন্দ্র ও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের দ্বিতীয় সন্তান ববি দেওল। সানি দেওল ববির বড় দাদা। তাঁদের দুই বোন রয়েছে বিজয়েতা ও অজিতা। ধর্মেন্দ্র পরে হেমা মালিনীর সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁদের দুই মেয়ে রয়েছে এষা ও অহনা দেওল। ধর্মেন্দ্রর সাথে হেমা মালিনীর সম্পর্ক কোনোদিন ববি আর সানি মেনে নিতে পারেননি।