সাধারণ দর্শকদের মধ্যে যেকোনো ধরনের ধারাবাহিকের জনপ্রিয়তা ভীষণরকম। ওয়েব প্ল্যাটফর্মের যুগেও টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি এতোটুকুও। আর সেই সমস্ত ধারাবাহিকের গল্প নিয়ে রীতিমত চর্চা চলে মিডিয়া থেকে দর্শকমহলে। শুধুমাত্র বর্তমানে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক গুলি নয়, আগেকার শেষ হয়ে যাওয়া ধারাবাহিক নিয়েও থেকে থেকে চর্চা চলে দর্শকদের মাঝে। কারণ এমন অনেক ধারাবাহিকই রয়েছে যা আজও মানুষের মনে থেকে গিয়েছে। সম্প্রতি তেমনই বেশ কয়েকটি ধারাবাহিকের নাম উঠে এসেছে, যেখানের মুখ্য চরিত্ররা ক্যামেরার সামনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন। আর যা সেইসময় দর্শকদের পাশাপাশি মিডিয়ামহলে হইচই ফেলে দিয়েছিল।
১) বাড়ে আচ্ছে লাগতে হে : সনির পর্দায় এই ধারাবাহিকটি অনুষ্ঠিত হতো। দুই মাঝবয়সি মানুষের হঠাৎ একে অপরের সাথে পথ চলা, কাছাকাছি আসা সবটাই বেশ নজর কেড়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকাকে, রাম কাপুর ও সাক্ষী তানোয়ার। তাদের অনস্ক্রিন রসায়ন একেবারে মন কেড়ে নিয়েছিল দর্শকদের। সেইসময় ধারাবাহিকের পর্দায় বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা মিলেছিল তাদের, যা নিঃসন্দেহে ধারাবাহিককে টিআরপি বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। বলাই বাহুল্য, আজও এই জুটিকে একসাথে দেখার ইচ্ছা প্রকাশ করেন দর্শকরা।
২) এক হাজারো মে মেরি বেহনা হ্যায়: স্টার প্লাসের পর্দায় অনুষ্ঠিত হতো এই ধারাবাহিক। শুরু থেকেই এই ধারাবাহিকের গল্প দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শকদের। এই ধারাবাহিক দুই বোনের গল্প নিয়েই শুরু হয়েছিল। তবে ধারাবাহিকে বড়বোন ক্রিস্টাল ডিসুজা ও তার স্বামীর চরিত্রে কারাণ টাকার ছিলেন। বলাই বাহুল্য, তাদের অনস্ক্রিন রসায়ন রীতিমত উষ্ণতা এনেছিল দর্শকদের মনে। আর এই ধারাবাহিকেই তাদের একটি দৃশ্য ছিল যেখানে, প্রয়োজনের থেকে অতিরিক্ত কাছাকাছি এসেছিলাম তারা। আর সেই দৃশ্য যে নিঃসন্দেহে উপভোগ করেছিলেন দর্শকরা, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এই ধারাবাহিকেই ছোটবোনের চরিত্রে দেখা গিয়েছিল নিয়া শর্মাকে।
৩) এক থা রাজা এক থি রানি: জি টিভির পর্দায় অনুষ্ঠিত হতো এই ধারাবাহিক। এই ধারাবাহিনীকে সিদ্ধার্থ কার্নিক ও ইশা সিংয়ের অনস্ক্রিন রসায়ন নজরকাড়া ছিল। ধারাবাহিকে তাদের রোমান্স রীতিমতো দৃষ্টি আকর্ষণ করতো দর্শকদের। পর্দায় তাদের একসাথে দেখতে পছন্দও করতেন ভক্তরা। ধারাবাহিকের পর্যায়ে বেশ কয়েকবার কাছাকাছি আসতে দেখা গিয়েছিল তাদের আর সেই দৃশ্যের সূত্রেই আপাতত চর্চায় এই অনস্ক্রিন তারকা জুটি। উল্লেখ্য, এই ধারাবাহিকের অন্যতম মুখ্য আর একটি চরিত্র হল সার্তাজ গিল।
৪) ইস পেয়ার কো কেয়া নাম দু: স্টার প্লাসের পর্দায় খুশি ও অর্ণব সিং রায়জাদার জুটি শুরু থেকেই ছোটপর্দায় হিট ছিল। পর্দায় তাদের খুনসুটি থেকে শুরু করে প্রেম সবটাই দেখতে পছন্দ করতেন দর্শকরা। টিআরপির প্রয়োজনে একাধিক রোমান্টিক দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছে তাদের। তাদের সেই সমস্ত রোমান্টিক দৃশ্য যে দর্শকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতত সেই সূত্রেই পুনরায় চর্চিত এই ধারাবাহিকের পাশাপাশি তার তারকারা। উল্লেখ্য, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে বরুণ সবতি ও সানায়া ইরানীর দেখা মিলেছিল। বর্তমানে দর্শকমহলের একাংশের মাঝে আজও তারা খুশি-অর্ণব জুটি হিসেবেই পরিচিত।
৫) জামাই রাজা: জি টিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে এটি একটি। ধারাবাহিকে নিয়া শর্মা ও রবি দুবের অনস্ক্রিন রসায়ন টেলিভিশনের পর্দা থেকে চোখ সরাতে দিতো না দর্শকদের। ধারাবাহিকের একাধিক দৃশ্যে একাধিকবার রোমান্টিক হয়েছেন তারা। আর সেইসমস্ত দৃশ্যের সূত্রেই আপাতত চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি।