Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Avneet Kaur: নীল ল্যাহেঙ্গায় মোহময়ী ২১ বছর বয়সী অবনীত, চেহারা দেখে পাগল পুরুষ ভক্তরা

Updated :  Monday, August 22, 2022 12:16 PM

অভনীত কৌর হিন্দি টেলিভিশন জগতের একটি পরিচিত মুখ। মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন তিনি। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ চলা শুরু করেছিলেন তিনি। তবে মাঝপথে এই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অভনীত।

বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম অ্যাক্টিভ নন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৪ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি নামী ম্যাগাজিনের জন্য বোল্ড কভার শুট করেছেন অভনীত। সেই ছবির সূত্র ধরেই এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী।

সম্প্রতি বিয়ের মরশুমে ‘কালচার্ড ওয়েডিং’ নামের একটি নামী ম্যাগাজিনের হয়ে বোল্ড ব্রাইডাল শুট করেছেন অভিনেত্রী। এই ফটোশুটেই জমকালো নীল ল্যাহেঙ্গায় দেখা মিলেছে তার। স্মোকি আইজে, নুড মেকাপ নিয়েছিলেন তিনি। পাশাপাশি পরেছিলেন মানানসই পাথর সেটিংয়ের ভারি গয়নাও। এই ছবিতে তার চোখে মুখে ছিল আবেদনের ছোঁয়া। তার ঐ মোহময়ী চোখের দৃষ্টিতে মুগ্ধ হয়েছে তার অগণিত ভক্তমহলও, তা কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি নিজের এই ছবি অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। এছাড়াও সম্প্রতি উল্লেখ্য ম্যাগাজিনের হয়ে আরো একটি ফটোশুট করেছেন যেখানে তার থেকে চোখ ফেরানো দায়। সেই ছবিতে অভিনেত্রীকে বোল্ড লুকে দুধে-আলতা রঙের একটি জমকালো লং ডিজাইনার গাউনে দেখা গিয়েছে।