Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বামীকে কাঁচা লঙ্কা খাইয়ে কাঁদিয়ে ছাড়লেন মাধুরী, তুমুল ভাইরাল ভিডিও

Updated :  Thursday, November 19, 2020 8:54 PM

৮০র দশক থেকে শুরু করে গোটা ৯০-এর দশক যিনি মাতিয়ে রেখেছিলেন সেই মাধুরী দিক্ষিত এবার রিয়েল লাইফে স্বামী নেনেকে ঝাল ঝাল লঙ্কা খাইয়ে কাঁদালেন। কিন্তু লঙ্কা কেন খাওয়ালেন মাধুরী? আসলে ১৯ নভেম্বর ছিল পুরুষ দিবস (International Men’s Day)। তাই বরকে দিয়ে রান্না করালেন মাধুরী। মহারাষ্ট্রের বিখ্যাত ডিস ‘কান্দা পোহা'(চিঁড়ে দিয়েই তৈরি হয় এই খাবার) বানিয়ে নিলেন অভিনেত্রী বর নেনেকে দিয়ে। কিন্তু এটি রান্না করার আগে নিছক মজা করে ভীষণ ঝাল লঙ্কা খেতে বাধ্য করেন মাধুরী। সুন্দরী বউ এর আবদার কি ভাবে মাটিতে ফেলেন নেনে? তাই কাঁদো কাঁদো মুখ করে লঙ্কা চিবিয়ে খান নেনে। দেখুন এই ভাইরাল ভিডিও।

মাধুরী ও নেনে তাঁদের এই রান্না করার ভিডিওটি ইউটিউবেও শেয়ার করেছেন। এখনও পর্যন্ত রান্নার তিনটি ভিডিও আপলোড করেছেন তাঁরা দুজন। এই ভিডিও দেখে বোঝাই যাচ্ছে অতিমারির আবহাওয়া দুজনকে বেশ কাছাকাছি এনেছে। তাইতো এমন দুর্দান্ত প্ল্যান নেরিয়ে আসছে মাথা থেকে। এই ভিডিওতে এখনও পর্যন্ত প্রচুর লাইক কমেন্ট এসেছে।