Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭০ কোটি টাকা! অ্যানিমেলে রণবীরের ধারেকাছে নেই কারও বেতন, অনিল-ববির বেতন তো নস্যি

Updated :  Friday, December 15, 2023 11:24 AM

রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুঞ্জন রয়েছে। ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ট্রেন্ডিং। এবং এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রণবীর কাপুরের স্টাইল এবং অ্যানিমেল চেহারা দেখে ভক্তরা বিস্মিত হয়েছিলেন। সিনেমায় রণবীরকে খুব ইউনিক চেহারায় দেখা যায়। তার অভিনয় সবাইকে পাগল করে দিয়েছে।

শোনা যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। ববি দেওল প্রায় ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমে পর্দায় ফিরেছেন ববি। এর আগে তাকে ওয়েব সিরিজ আশ্রমে দেখা গিয়েছিল, যা দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

Animal movie cast fees

রশ্মিকা মান্দান্না অ্যানিমেলের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। অভিনেত্রীকে এর আগে অমিতাভ বচ্চনের সাথে গুড বয় ছবিতে দেখা গিয়েছিল। সম্প্রতি অভিনেত্রীর একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল নেট মাধ্যমে।অ্যানিম্যাল ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করা অনিল কাপুর পেয়েছেন ২ কোটি টাকা। অনিল ও রণবীরের মধ্যে বাবা-ছেলের রসায়ন বেশ জমে উঠেছিল বলা চলা। তৃপ্তি ডিমরি অ্যানিমেল ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিনি ৪০ লক্ষ টাকা ফি পেয়েছেন। সম্প্রতি ‘কালা’ ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এনিমেল ছবিতেও আপনি শক্তি কাপুরকে দেখতে পাবেন। ছবিতে কাজ করার জন্য তিনি ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।