বলিউডবিনোদন

দেশের জন্য চিনা সংস্থার কয়েক কোটি টাকার চুক্তি বাতিল করলেন কার্তিক আরিয়ান

Advertisement

সীমান্ত নিয়ে ভারত চীন দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। গত সপ্তাহেই দেশের নিরাপত্তার জন্য টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতে। ইন্দো-চীন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটতেই দেশ জুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছে সাধারণ মানুষ। বাদ যাননি তারকারাও। এবার সেই পথে পা মেলালেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। চীনা মোবাইল সংস্থা ওপোর সাথে চুক্তি বাতিল করলেন কার্তিক। তবে কার্তিক নিজের মুখে জানাননি একথা।

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় কার্তিক একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি অ্যাপল আইফোন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছবি তুলছেন। কিন্তু নিয়ম অনুযায়ী, যখন কোনো তারকা কোনো কোম্পানি বা সংস্থার সাথে চুক্তিবদ্ধ থাকেন তখন সেই প্রকাশ্যে এবং সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র সেই কোম্পানির প্রচার করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কার্তিক সেই নিয়ম ভেঙেছেন।

তার এই ছবি সামনে আসার পরই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, চীনা মোবাইল সংস্থার সাথে তার চুক্তি বাতিল হয়ে গিয়েছে কিনা? তবে সূত্রের খবর, কার্তিক আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও গোপনে তিনি ওপোর সাথে তার চুক্তি বাতিল করেছেন।

Related Articles

Back to top button