করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, ভর্তি হাসপাতালে

কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাসের প্রকোপ দিনকে দিন বিস্তার লাভ করে ছড়িয়ে পড়ছে সিনে ইন্ডাস্ট্রিতে। এবার তারই প্রতিফলন হিসেবে করোনার শিকার বচ্চন পরিবার। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়া মারফত টুইট করে জানিয়ে দেন বিগ বি।

টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ”আমার কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে। আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন। এখন সকলকেই পরীক্ষা করতে বলা হয়েছে।”

গতকাল রাতেই এই খবরে বাকরুদ্ধ হয়ে যায় বলিউড। কোভিড আক্রান্ত হওয়ার পর অভিনেতা ভর্তি রয়েছেন মুম্বাইয়ের নানাবতী হসপিটালে। এই খবরে সকল ভক্ত ও অনুরাগীরা দুঃখ প্রকাশ করেছেন এবং বিগ-বি’র দ্রুত আরোগ্য কামনা করেছেন।‌ পরিবারের বাকি সদস্যদেরও করোনা টেস্ট করা হয়েছে। একমাত্র অভিষেক ছাড়া আর কারোর রিপোর্টে সন্দেহজনক কিছু ধরা পড়েনি।