Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনয় জগতে পা রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদলসা

Updated :  Tuesday, July 14, 2020 10:54 AM

পরিবারের বাকি অভিনেতা সদস্যদের মতো এবার পর্দায় পা রাখলেন বলিউড ও টলিউড কাঁপানো সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্র মাদলসা শর্মা৷ যদিও বড়ো পর্দা নয় আপাতত ছোট পর্দাতেই কাজ শুরু করেছেন মিঠুনের বড়ো ছেলে মিমোর স্ত্রী মাদলসা৷

‘অন্নপূর্ণা’ নামের টেলি ধারাবাহিক থেকেই অভিনয় জগতে যাত্রা শুরু মাদলসার। ১৩ই জুলাই থেকে টিভিতে দেখানো শুরু হয়েছে ধারাবাহিক ‘অন্নপূর্ণা’৷এই বিষয়ে, সম্প্রতি মিঠুনের বউমা মাদলসা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “নিজের অভিনয় দক্ষতা দ্বারা মিঠুন চক্রবর্তী বরাবরই আমাকে অনুপ্রাণিত করেছেন।

এমনকি উনিই আমাকে বলেছেন টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করতে। ওনার কথায়, টেলিভিশনে অনেক স্কোপ। তবে শুধু উনিই নন, আমার শাশুড়ি মা ও বরও এই ব্যাপারে দারুণ সহযোগিতা করেছে।”

 

View this post on Instagram

 

Happy Birthday Dad! We love you! ❤️ #happybirthday #love

A post shared by Madalsa M Chakraborty (@madalsasharma) on