Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urvashi Rautela: উর্বশী রাউতেলাকে ‘ব্যাড টাচ’ করলেন বনি কাপুর? ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Updated :  Saturday, November 26, 2022 1:54 PM

ঊর্বশী রাউতেলা বলিউডের অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। মডেলিং দিয়ে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। তবে মডেলিং দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি বড়পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। বলিউডের তারকারা কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেন, এই অভিনেত্রীও তার ব্যতিক্রমী নন। চলতি বছরেই ঊর্বশী রাউতেলা ‘ইন্ডিয়াস্ প্রাইড’ বা ২০২২’এর সবথেকে শক্তিশালী মহিলা হিসেবে মনোনীত হয়েছিলেন। তবে সম্প্রতি নিজের একটি পুরনো ভাইরাল ভিডিও সূত্র ধরেই চর্চিত হচ্ছেন তিনি। তার সাথে এই মুহূর্তে চর্চায় রয়েছেন বনি কাপুরও।

ঊর্বশী প্রায়ই কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়ার। বর্তমানে ক্রিকেটার নাসিম শাহ ও ঋষভ পন্থের সূত্রেই চর্চার আলোয় অভিনেত্রী। তবে সেই নিয়ে মিডিয়ার সামনে কোনদিনই বিশেষ কিছু বলতে শোনা যায়নি অভিনেত্রীকে। তবে এই মুহূর্তে বনি কাপুরের সাথে নাম জড়িয়েছে তার। ভাইরাল হওয়া ভিডিওতে পরিচালকের ভাব ভঙ্গি মোটেই ভালো লাগেনি নেটমহলের একাংশের। সেই ঘটনাকে কেন্দ্র করে একাধিক কুমন্তব্যও শুনতে হয়েছে তাদের।

২০১৯’এর একটি ভিডিও সম্প্রতি পুনরায় ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এটি হিন্দুস্তান টাইমসের ইউটিউবের পাতা থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। ভিডিওতে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলিউডের নামিদামি তারকাদের। সেই তালিকায় নাম ছিল ঊর্বশী ও বনি কাপুরেরও। উল্লেখ্য, বিখ্যাত প্রযোজক জয়ন্তী লাল গড়ার ছেলের বিয়ের রিসেপশন ছিল এটি। আর সেখানেই পাপারাজিৎদের ক্যামেরার সামনে একাধিকবার পোজ দিতে দেখা গিয়েছে তারকাদের। ঐ অনুষ্ঠানেই ঊর্বশী ও বনি কাপুরকে একাধিকবার একসাথে দেখা গিয়েছিল। তবে ছবি তোলার সময় হাসিমুখে কথা বলতে বলতে অভিনেত্রীর পিছনের অংশে হঠাৎ করেই মেরেছিলেন পরিচালক। আর খুব স্বাভাবিকভাবেই তা নজর এড়ায়নি ক্যামেরাম্যানদের।

ঊর্বশী রাউতেলা ও বনি কাপুরের কথোপকথনের এই সময়টার কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে না হতেই চর্চা শুরু হয়ে গিয়েছিল। নেটজনতার একাংশ মোটেই ভালো চোখে দেখেননি এই ঘটনাটিকে। আর সেই নিয়ে চর্চা চলাকালীন বেশ রেগেই গিয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে বলিউড হাঙ্গামা ওয়েবসাইট’এর সাথে কথা বলার সময় অভিনেত্রী জানিয়েছিলেন, এমন ঘটনা তার জন্য খুবই অস্বস্তিকর। কারণ পুরো বিষয়টিকে সেই সময় ভুল ভাবে বিশ্লেষণ করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর কথায়, ঐ সময়ে সুপারস্টার অজিতের সাথে একটি তামিল ছবিতে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু ব্যস্ততার কারণে তিনি ওই ছবিতে অভিনয় করতে পারেননি। সম্ভবত সেই নিয়েই কথা হচ্ছিল তাদের মাঝে। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের চর্চা তুঙ্গে পৌঁছে যাওয়ায় সেই নিয়ে বনি কাপুরের সাথেও কথা হয়েছিল তার। তার জন্য যে এই পুরো ঘটনাটা বেশ অস্বস্তিজনক ছিল তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। কারণ অভিনেত্রীর কথা বলাতেই সেকথা স্পষ্ট।