Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রীদেবীর মৃত্যুর তিন বছর পার, ডিম্পলকে বিয়ে করছেন বনি!

Updated :  Saturday, February 13, 2021 6:40 PM

মুম্বই: বলি অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) মারা গিয়েছেন তিন বছর আগে। তাঁর মৃত্যু নিয়ে দানা বেঁধেছিল রহস্য। হোটেলের বাথটাবে মৃত পাওয়া গিয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তবে বলিউডে (Bollywood) এখন নতুন খবর রাজেশ খান্নার (Rajesh Khanna) স্ত্রী ও টুইঙ্কেল খান্নার (Twinkle Khanna) মা এবং বলিউডের দক্ষ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার (Dimpal Kapadia) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর (Boni Kapoor)।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। ডিম্পলের সঙ্গেই এত বছর পর নতুন কিছু ভাবছেন বনি কাপুর। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। সম্প্রতি পরিচালক লভ রঞ্জনের নতুন ছবিতে ডিম্পল কাপাডিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বনি কাপুর। আর এই ছবিতে ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। আর এই সিনেমাতে রণবীরের বিপরীতে থাকছেন শ্রদ্ধা কাপুর। এই প্রথম রণবীর-শ্রদ্ধা সিনেমায় জুটি হইসাবে দেখা যাবে।

রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করবেন বনি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। তবে অভিনয়ের সুযোগ এর আগেও এসেছে বনির জীবনে। কিন্তু সে সময় তিনি রাজি হননি। এমনকি ‘লমহে’ ছবির সময় যশ চোপড়া তাঁকে শ্রীদেবীর প্রেমিকের চরিত্রে কাজ করার অফার দিয়েছিলেন। কিন্তু শ্রীদেবীর প্রেমিক হতে চাননি বনি। তবে এবার ডিম্পলের স্বামী হিসেবে সিনে পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।