আন্তর্জাতিকদেশনিউজ

৭০তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে এই বছর অনেক অনুষ্ঠান সামাজিক দূরত্ববিধি মেনে পালন করা হয়েছে। তবে বছর শেষ হতে করোনার ভয়াবহতা কিছুটা হলেও কাটবে বলে আশাবাদী গোটা বিশ্ব। আর তাই এখন থেকেই নতুন বছরের প্রথম অনুষ্ঠান অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এ দেশ থেকে পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর টেলিফোনে কথোপকথন হয়। আর তখনই ৭০তম প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনকে আসার জন্য আমন্ত্রণ জানান মোদি। সেই আমন্ত্রণ ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এমনটাই ব্রিটিশ হাই কমিশন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ ২৭ বছর পর এই প্রথম দেশের প্রজাতন্ত্র দিবসে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে চাইছেন। শেষ বারের জন্য ১৯৯৯ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত ছিলেন। আর এবার পালা বরিস জনসনের।

জনসন আমন্ত্রণ গ্রহণের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন এই ঘটনা ভারত ও ব্রিটেনের সম্পর্কের অধ্যায়ের প্রতীক হবে। সুতরাং, আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button